ফেনীতে বন্যার্তদের পাশে ছাত্রদল

নিউজ ডেস্কঃ এদেশের এ দুর্যোগে সকল সংগঠন ও দলের মত নিজেরাও মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল ফেনীর শাখা।
সোমবার, অগাস্ট ২৬, ২০২৪, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ ফেনী জেলার সোনাগাজী উপজেলার ফরহাদনগর এলাকায় বন্যাদুর্গত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ এবং মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন করেন বেসরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন, বেসরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম রাকিবুল ইসলাম আকাশ , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীম রুবাইয়াত আফিফ , কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম মেহেদী হাসান, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান রুদ্র, ইউডিসি ছাত্রদলের আহবায়ক ইমরানুজ্জামান ফরহাদ, ইবনে সিনা মেডিকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওয়াফি ইসলাম, বেসরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মনি, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হাসান সহ প্রমুখ।