ফেনীতে বিষাক্ত জেলি মেশানো আড়াই মণ চিংড়ি জব্দ

ফেনী প্রতিনিধি : ফেনীতে বিষাক্ত জেলি মেশানো আড়াই মণ চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শহরের পৌর মাছের আড়ত থেকে এই চিংড়ি জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় বিষাক্ত জেলি মেশানোর দায়ে দুই আড়তদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, বিষাক্ত জেলি মেশানোর ফলে ৮০০ গ্রাম মাছের ওজন হয়ে যায় ১ কেজি। এতে এক কেজিতে প্রায় ২০০ গ্রাম ওজন কারচুপি করা হয়।