ফেনী প্রতিনিধি : কেন্দ্রীয় জামায়াতের নতুন আমির মকবুল আহমাদের যুদ্ধাপরাধ বিষয়ে তথ্য সংগ্রহ করছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।
মঙ্গলবার দিনভর মকবুলের জন্মস্থান ফেনীর দাগনভূঁঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামে যুদ্ধাপরাধ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান জানান, কেন্দ্রীয় জামায়াতের নতুন আমির ফেনীর মকবুল আহমাদের যুদ্ধাপরাধ বিষয়ে মঙ্গলবার দিনভর তথ্য সংগ্রহ শুরু করেছেন ট্রাইব্যুনালের সহকারী পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে একটি তদন্ত দল।
তিনি আরো জানান, মকবুল আহমাদের জন্মস্থান ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের লালপুর গ্রাম। সেখানে মকবুল আহমাদের নির্দেশে হিন্দুপাড়ায় আগুন দিয়ে ১০ জনকে হত্যার ঘটনা ঘটেছে। তথ্যের সমন্বয় করতে সেখানে তথ্য সংগ্রহ করেছে ট্রাইব্যুনাল। এ বিষয়ে আগামীকাল বুধবারও তথ্য সংগ্রহ করবে ট্রাইব্যুনাল।