ফেনীতে ১০টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলায় ১০টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মানুমিয়ার বাজারে বৃহস্পতিবার ভোরে আগুন লেগে দোকানগুলো পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাছির উদ্দিন জানান, ভোরে মানুমিয়ার বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ফার্নিচার, ইলেকট্রনিক্স, ডেকোরেটর, কুলিং কর্নার, ওয়ার্কশপ, মনোহারীসহ ১০টি দোকান পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির ঘটনাস্থল পরিদর্শন করেন।