
ফেনী প্রতিনিধি : ফেনীর অন্যতম মাদক সম্রাট সুইপার হানিফকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাকে আটক করতে বুধবার রাত দেড়টায় অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, ফেনী পৌরসভার পাশে আপ্যায়ন আফরোজ টাওয়ারের সামনে প্রকাশ্যে কেনাবেচা হয় মাদক- এমন অভিযোগে বেশ কয়েকবার সেখানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন সংস্থা। এটি শহরের অন্যতম প্রধান মাদক স্পট। একাধিকবার এই স্পটে অভিযান পরিচালনা করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান এই স্পটটির মূল হোতা সুইপার সর্দার হানিফ।
বুধবার রাত রাত দেড়টায় হানিফের পুরাতন পুলিশ কোয়ার্টারের বাসা রহিমা ম্যানশনে কিছু ফেন্সিডিল আসবে- এই তথ্যের ভিত্তিতে সেখানে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় একটি প্লাস্টিকের বস্তায় দড়ি বাঁধা অবস্থায় ৪০ বোতল ফেন্সিডিল আটক করা হয় হানিফের কাছ থেকে। হানিফের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে তাকে ফেনী থানায় হস্তান্তর করা হয়। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, সদস্য ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।