
নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফেনীর সাজানো হামলার ঘটনা সংঘাতের উসকানি। সংঘাতের উসকানি দিয়ে সমঝোতার পরিবেশ সৃষ্টি হবে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে এক বিশেষ সেমিনারে তিনি এ কথা বলেন। ‘নির্বাচন কমিশনের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের ১১-দফা প্রস্তাবনা জনগণেরই প্রস্তাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনে আমরা পার্টির দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তাভাবনা ১১দফার মাধ্যমে উত্থাপন করেছি। আমাদের ১১দফা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের অবজারভেশন এবং বক্তব্য শুনেছি। তারা এটা দেখে এটা কোনো রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগের কোনো প্রস্তাব বলে মনে করেননি। তারা এটাকে নিরপেক্ষ একটা প্রস্তাব বলে উল্লেখ করেছিল। কিন্তু বিএনপি তাদের যে প্রস্তাবগুলো নির্বাচন কমিশনের সামনে উত্থাপন করেছে। সেগুলোর মধ্যে দুই একটি প্রস্তাব আছে, যেগুলো নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত’ যোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা কখনো বলে তত্ত্বাবধায়ক সরকার, কখনো বলে সহায়ক সরকার। আসলে বিএনপি কী চায়, সেটা এখনো পরিষ্কার নয়। তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার এটা নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। কিন্তু তারা সেটি নির্বাচন কমিশনে নিয়ে গেছেন। ‘বিএনপির উদ্দেশ্য একটা অবাধ নিরপেক্ষ, ইনক্লুসিভ, পার্টিসেপটরি, ক্রেডিবল অ্যাকসেপ্টেবল ইলেকশন নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে যেনতেন প্রকারে ক্ষমতায় যাওয়া। আমরা প্রস্তাব দিয়েছি জনস্বার্থে। বিএনপির প্রস্তাবগুলো তাদের ক্ষমতায় স্বার্থে। তারা ক্ষমতায় যেতে চায়। নির্বাচন কমিশনকে শক্তিশালীর করার প্রয়োজন তাদের নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজন নেই। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির লক্ষ্যই হচ্ছে, কীভাবে তারা ক্ষমতায় যাবে। মাঝে মাঝে তাদের কথাবার্তায় মনে হয়, তারা বোধ হয় সবচেয়ে বেশি খুশি হবে যদি নির্বাচন কমিশন এই গ্যারান্টি দেয় যে, আগামী নির্বাচনে ৩০০সিটেই বিএনপির জেতার সুযোগ আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বঙ্গবন্ধুর কন্যাকে চিনি। অনেক নির্বাচনের অভিজ্ঞতা আমার আছে। প্রার্থী আমাদের হেরে যাচ্ছে, কি করব? আমি জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেন, জনগণ যাকে ভোট দেয়, সেই জিতবে। এক্ষেত্রে সর্বশেষ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর পরাজয়ের ঘটনা উল্লেখ করে বলেন, আমাকে অনেকেই বলেছিল, এখানে কোনো মেকানিজম করা যায় কী না? আমি যখন নেত্রীকে বিষয়টি বললাম, নেত্রী বললেন, হেরে যাক প্রার্থী, হেরে যাক নৌকা। গণতন্ত্রের বিজয় হতে হবে। আমি একটা জালিয়াতির নির্বাচন করতে পারব না। আমাদের প্রার্থী হারলে হারবে। ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে।’ আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি জানি না নির্বাচন কমিশন কীভাবে তাদের ট্যাকেল করবে। তবে তারা নির্বাচনে আসুক, আমরা এটা চাই। রোহিঙ্গা শরণার্থী শিবিরে বহর নিয়ে খালেদা জিয়ার ত্রাণ দিতে যাওয়ার ঘটনার সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ত্রাণ দিতে যাননি, গিয়েছেন ত্রাণ দেওয়ার নামে রাস্তা অচল করে বিশৃঙ্খলার উসকানি দিতে। আওয়ামী লীগ কেন সাংবাদিকদের ওপর হামলা করতে যাবে? আওয়ামী লীগ কেন বিএনপির বহরে হামলা চালাতে যাবে? প্রয়োজনটা কিসের? বিএনপি বা বেগম জিয়াকে বাধা দিলে ক্ষতিটা আমাদের হবে। এটা তো একটা স্বাভাবিক বুদ্ধির মানুষও বিবেচনা করতে পারে।’ তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে আমরা কিছু চাই না। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। যত প্রকার সহযোগিতার দরকার, আমরা সেটা করব। নির্বাচন কমিশনের কোনো দলের পক্ষে নেওয়ার প্রয়োজন নেই। অহেতুল কোনো বক্তব্য নিয়ে রাজনীতির চর্চা করে নিজেদের ভূমিকা নির্বাচন কমিশনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করুক, আমরা এটা চাই না। সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন কমিশন থাকবে। স্বাধীন ভূমিকা পালন করবে।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। আমরা রাজনীতি করি, পরবর্তী ইলেকশনের জন্য নয়। শেখ হাসিনার রাজনীতি নেক্সট জেনারেশনের জন্য। নেক্সট ইলেকশনের জন্য নয়। বিএনপির রাজনীতি নেক্সট ইলেকশনের জন্য। বিএনপির রাজনীতি নেক্সট জেনারেশনের জন্য নয়। তাদের রেকর্ডে নেক্সট জেনারেশনে সামনে কোনো কর্মসূচি, দর্শন, ভিশন, এই পর্যন্ত আমরা পাইনি। একটা ভিশন পাইলাম, ভিশনের কাউন্টার ভিশন। ভিশন-২০৩০, সেটা এখন কোথায়? সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হোসেন তওফিক ইমাম (এইচ টি ইমাম)। সেমিনারে অংশ নেন বিচারপতি (অব.) আমিরুল কবির, বিচারপতি (অব.) মমতাজ উদ্দিন, অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ ও মেজর জেনারেল (অব.) মো. আলী শিকদার প্রমুখ। সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সঞ্চালনা করেন উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।