ফেনী অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ছাগলনাইয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি ) আবুল খায়ের জানান, উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।