সৈয়দ মনির অাহমদ : ফেনী।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা কমিটির দ্বি- বার্ষিক সম্মেলন অনুৃষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা অা’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অাবদুর রহমান বি.কম।
অাহবায়ক রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন অাহবায়ক বিপ্লব ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অা’লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অাজিজ অাহম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও জেলা পর্যটনলীগের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর অালম নান্টু, জেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল অাফছার প্রমুখ।
অনুষ্ঠান শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে শিপন চন্দ্র পাল সভাপতি, ওমর ফিরোজ মামুন সাধারন সম্পাদক ও বিপ্লব চন্দ্র ভৌমিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।