ফেব্রুয়ারির প্রথম- দ্বিতীয় সপ্তাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়ার জন্য, প্রতিটি শ্রেণীর ক্লাস আলাদা দিনে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শুধু দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরই নিয়মিত ক্লাস শুরু হবে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস হবে এবং তাদেরকে পুরো সপ্তাহের বাড়ির কাজ দেওয়া হবে।
ইতোপূর্বে শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদ অধিবেশনে বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বছর কোভিড-১৯ শুরু হওয়ার পর প্রথমে ১৮-৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখারভ নির্দেশ দেয় সরকার। এরপর এখন পর্যন্ত বেশ কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।