
নিজস্ব প্রতিবেদক : ফেব্রুয়ারি মাসে সারাদেশে ২৬ শিশুকে হত্যা করা হয়েছে। এর মধ্যে তিন শিশুকে তার বাবা-মা হত্যা করেছে।
বুধবার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফেব্রুয়ারি মাসে ২৬ শিশু হত্যার শিকার হয়েছে। এর মধ্যে তিন শিশুকে তার বাবা-মা হত্যা করেছেন। এছাড়া পারিবারিক কলহের কারণে শিশু হত্যা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা করেছে ৩৩ জন, ক্রসফায়ারে নিহত ১৯ জন, ধর্ষণের শিকার ২৯ জন, যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন চারজন, পারিবারিক কলহে নিহত ১৪ জন, সন্ত্রাসীর হাতে খুন হয়েছেন ৭৬ জন।