ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া যানবাহনের দীর্ঘ সারি পড়ে গেছে

মানিকগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের উভয়পাশে যানবাহনের দীর্ঘ সারি পড়ে গেছে। ঘাট এলাকায় দীর্ঘ সময় আটকে থেকে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও যানবাহন শ্রমিকেরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রোববার রাত থেকে ভোর পর্যন্ত দুই দফায় ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। যানবাহনের লাইন কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায়।

খুলনাগামী বাসের চালক মহিউদ্দিন তালুকদার জানান, কুয়াশার কারণে রাতে ফেরি চলাচল বন্ধ ছিল, তাই ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। চার ঘণ্টা ঘাটে আটকা থেকেও নদী পার হতে পারেননি।

বাসের যাত্রী রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ঘাটে আটকা থেকে অনেক সমস্যায় পড়তে হয়। ঘাট এলাকায় ভালো মানের হোটেল নেই। যে সব হোটেল রয়েছে, তাতে গলাকাটা দাম।

আরেক যাত্রী রাশিদা বেগম জানান, ঘাট এলাকায় টয়লেট না থাকায় নারী যাত্রীদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উভয়ঘাটে ছোট-বড় মিলে কমপক্ষে আট শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বর্তমানে ছোট-বড় ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।