ফের একবার পেছাল ‘রাধে’ সিনেমার মুক্তির তারিখ

বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন এ ভাইরাসটি আরও ভয়ংকর হয়ে উঠছে। ভারতে সাধারণ মানুষ থেকে একাধিক বলি-তারকা কবলে পড়েছে এই ভাইরাসের। ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছে ভারতের সরকার।

এর মধ্যে ভক্তদের উদ্দেশ্যে নতুন খবর জানালেন সালমান। করোনার এই পরিস্থিতিতে ফের পিছিয়ে যেতে পারে ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেডভাই’-এর মুক্তির তারিখ।

তিনি বলেন, করোনার বর্তমান পরিস্থিতি, এই অবস্থা চললে বা বেড়ে গেলে এই বছরে নয় বরং আগামী বছরের ঈদ-এ মুক্তি পাবে ‘রাধে’। তবে একইসঙ্গে চলতিবছরে এই ছবি রিলিজ হওয়ার একটি ক্ষীণ সম্ভাবনারকথাও জানাতে ভাইজান।

‘রাধে’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গতবছরের ঈদে। তবে দেশজুড়ে সে সময়ে করোনার তান্ডব চললে বাধ্য হয়েই চলতি বছরের ঈদে বড়পর্দায় এই ছবি মুক্তির কথা ঘোষণা করেন সলমন।