
২০০৮ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’ ছবিতে শেষ একসঙ্গে দেখা গিয়েছিল বিপাশা বসু এবং রণবীর কপুরকে। শোনা গিয়েছিল প্রেমের গুঞ্জনও। এর পরে আর কখনও একসঙ্গে দেখা যায়নি দু ‘জনকে। তবে সেই গুঞ্জন সময়ের সাথে সাথে হারিয়ে যায়।
১৩ বছর পর আবার একসঙ্গে তাদের দেখা মিল শ্যুটিং সেটে। একসঙ্গে একটি বিজ্ঞাপন শ্যুট করেছেন রণবীর এবং বিপাশা।
এর পরেই অনুরাগীমহলে ঘুরছে একটিই প্রশ্ন, ‘ফের বড় পর্দায় ফিরতে চলেছেন বিপাশা?’
প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ছবির বিষয় ভাল হলেই বড় পর্দায় অভিনয় করবেন তিনি।
একদিকে যেমন বিপাশার ‘কামব্যাক’ নিয়ে প্রশ্ন, অন্য দিকে উচ্ছ্বাস। এতদিন পর রণবীর এবং বিপাশাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।