ফের একসাথে হলেন যশ মধুমিতা

অভিনেতা যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার “বোঝেনা সে বোঝেনা” ধারাবাহিকে অভিনয় করে, ব্যাপক ভালোবাসা ও সম্মান কুড়িয়ে নিয়েছিলেন তারা। কিন্তু ধারাবাহিক শেষের পর দুজনকে এক সাথে দেখা যায় নি অনেক দিন। এবার ” ও মন রে” মিউজিক ভিডিওর মাধ্যমে আবার এক সাথে হলেন তারা।

সম্প্রতি বিখ্যাত প্রযোজনা সংস্থা এসভিএফ এর হাত ধরে এই মিউজিক ভিডিওতে আবারও জুটি হয়ে কাজ করেছেন তারা। এসভিএফ এর তরফ থেকে পিরান খানের সুর দেওয়া এবং তানভীর ইভানের গাওয়া ‘ও মন রে’ মিউজিক ভিডিওর মাধ্যমে যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারকে আবার দর্শকেরা ফিরে পেয়েছেন তাদের কাছে।

গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে গানটি। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৬৮ লাখ। গল্প নির্ভর এ মিউজিক ভিডিও দেখে দারুণ প্রশংসা করছেন দর্শক-শ্রোতারা।

পর্দার বাইরে যশ-মধুমিতার ব্যাক্তিগত সম্পর্কও বেশ দারুণ। মধুমিতার অনেক গোপন খবরই রাখেন যশ। আর সুযোগ পেলেই তা ফাঁস করে দেন। এবারো মধুমিতার শারীরিক ওজনের কথা ফাঁস করলেন যশ।

অভিনেত্রী মধুমিতা সরকার এর ওজন কত তা প্রকাশ্যেই বলে বসলেন যশ দাশগুপ্ত। তবে একটু কায়দা করে তিনি অন্য ভঙ্গিতে বললেন, শুটিংয়ে মধুমিতা আমায় সবসময় মনে করিয়ে গেছে যে ওর ওজন ৪৮ কেজি। তবে এটা শুনে থেমে থাকেননি অভিনেত্রী মধুমিতা সরকার। তিনিও পাল্টা জবাব দিয়ে বলেছেন, ‘হ্যাঁ, আমি বলেছি, কারণ যশ আমায় কোলে তোলার সময় বারবার বলত, উফ কী ভারি, আর কতক্ষণ!

যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী মধুমিতা সরকারের নতুন খুনসুটির ভিডিওতে মন মজেছে দর্শক মহল থেকে শুরু করে সবারই। নতুন ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তাদের দাবি ছোটপর্দা থেকে মিউজিক ভিডিওর পর এবার তারা যশমিতা জুটিকে দেখতে চান বড় পর্দায়। তবে আদৌ এই জুটিকে বড়পর্দায় দেখা যাবে কি না তা সময়ই বলে দেবে।