
‘গল্লি বয়’ ছবিতেই প্রথম দেখা যায় এই জুটিকে। তার পরেই রণবীর সিং এবং আলিয়ার জুটি নিয়ে মাতামাতি শুরু হয়েছে বলি-পাড়ায়। অনুরাগীরা ফের তাদের দু’জনকে একসঙ্গে দেখতে চান বলে দাবি জানিয়েছেন নেটমাধ্যমে। আবারো করণ জোহরের হাত ধরে আরও একবার ইচ্ছেই পূর্ণ হতে যাচ্ছে ভোক্তদের।
ফের আলিয়া ভাট ও রণবীর সিংয়ের প্রেম দেখা যাবে পর্দায়। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি বানাতে চলেছেন করণ। সব ঠিক থাকলে আগামী জুন অথবা জুলাই থেকে নতুন ছবির শুটিং শুরু করবেন আলিয়া ও রণবীর সিং।
এছাড়া আরো জানা যায়, করণ জোহরের সহকারী হিসেবে কাজ করবেন সাইফ পুত্র ইব্রাহিম খান। কৌতুহলী ভোক্ত প্রশ্ন তুলেছে, অভিনয় ছেড়ে পর্দার পিছনে কেন সাইফ-পুত্র?
‘ধর্ম প্রোডাকশন’-এর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য অনুযায়ী, এখনও স্নাতক পাশ করেননি ইব্রাহিম। তার আগে অভিনয় করার পরিকল্পনা নেই তার। আপাতত ক্যামেরার পিছনে কাজ করে শিল্পের সম্পর্কে অবগত হতে চান তিনি। তাই এই সিদ্ধান্ত। অভিজ্ঞতা অর্জন করার পরে তিনি ভেবে দেখবেন, তিনি কোনটা চান।