ফের নেটদুনিয়ায় ঝড় তুললো মানি হায়েস্ট

মানি হায়েস্ট- সিজন ফাইভ বহু প্রতীক্ষিত এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। আগে থেকেই স্প্যানিশ এই সিরিজটির প্রেমে পড়েছিল সিনেপ্রেমীরা। আর এখন নেট ফ্লিক্সে সিজন ফাইভ মুক্তি পেতেই ঝাপিয়ে পড়েন ভক্তরা।

জানা যায়, একাধিক ভাষায় এই সিজন ৫-র প্রমোশন ভিডিও শুট করা হয়েছিল। কিন্তু যতটা উন্মাদনা দেখানো হয়েছিল ততটা কী উন্মাদনা পেলেন দর্শকরা। কারন এর আগের সিজনের পর্ব গুলোরও ভক্ত হয়েগিয়েছিল সবাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেয়ার করছেন মুভিটির রিভিউ। চতুর্থ সিজনের মতো নৃসংশতা দেখা যায়নি সিজন ফাইবে এমনই মনে করা হচ্ছে। যদিও প্রথম থেকেই দর্শকদের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়েবসিরিজটি।

দর্শকদের বিচারে যতটা আশা করা হয়েছিল তার চেয়েও ভালো হয়েছে সিজন ৫। কাহিনীর একাধিক মোড়কে টান টান উত্তেজনায় চলেছে ৫টি পর্ব। প্রতিটি চরিত্রই তাদের সেরাটা দিয়েছে এই সিরিজে। কেউ কারো চেয়ে কোনো অংশে কম যান না।

প্রথম পর্বটা দেখতে শুরু করার পর আর মুখ ফেরাতে পারেননি কেউ। ৫টি পর্ব এক সঙ্গে শেষ করে তবেই উঠেছেন দর্শকরা। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেতা ববি দেওলের মুখের আশ্চর্য মিলই খুঁজে পেয়েছেন বহু দর্শক!

ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, এই ওয়েব সিরিজ দেখার জন্য অফিস ছুটি দিয়েছে ভারতের একটি সংস্থা। এই নিয়ে হইচই পড়ে যায়। শুক্রবার রাজস্থানের এই সংস্থা এক প্রকার ছুটি দিয়ে দিয়েছিল কর্মীদের।

আগেই সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় মানি হায়েস্ট সিজন ৫ দেখার জন্য শুক্রবার ছুটি দেওয়া হলো কর্মীদের। সেই ছুটি এক কথায় সার্থক হয়েছে বলা চলে। সে দিন যাতে কর্মীরা মিথ্যা অজুহাত দিয়ে ছুটি না নেয় সে কারণেই এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়।

গোটা বিশ্বে এই স্প্যানিস সিরিজ নিয়ে যে উন্মাদনা রয়েছে তা এক কথায় অভূতপূর্ব। দুই পর্বের এই সিরিজের প্রথমটি দেখে মুগ্ধ দর্শকরা। আগামী ৫টি পর্ব সামনে আসবে ৩ ডিসেম্বর।