বাংলাদেশসহ ১০৬ দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস। এই নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে।
নিজের তথ্য ফাঁস হয়েছে কিনা এ নিয়ে উদ্বেগে আছেন ফেসবুক ব্যবহারকারীরা। ফলে ফাঁস হওয়া অ্যাকাউন্টগুলোর তালিকায় নাম আছে কিনা সেটি নিশ্চিত হতে চাচ্ছেন তারা। তথ্য ফাঁস বিষয়ে যারা নিশ্চিত হতে চান তাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছে ‘হ্যাভআইবিনপনড’ নামের একটি ওয়েবসাইট।
ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁসের ঘটনায় যেসব ই-মেইল আইডি উন্মুক্ত হয়েছে সেগুলোকে একসঙ্গে নিজেদের সাইটে আপলোড করেছে হ্যাভআইবিনপনড ডট কম। পাশাপাশি অন্যান্য সময় তথ্য ফাঁসের ঘটনায় উন্মুক্ত হওয়া ই-মেইল আইডিও এই তালিকায় স্থান পেয়েছে। ফাঁস হওয়া ই-মেইল আইডির তালিকায় আপনার মেইল আছে কিনা তা নিশ্চিত হতে ধাপগুলো অনুসরণ করুন-
- প্রথমেই হ্যাভআইবিনপনড ডট কম সাইটে প্রবেশ করুন
- এবার নির্ধারিত ঘরে আপনার ই-মেইল আইডি টাইপ করে পাশের অপশনে ক্লিক করতে হবে
- যদি আপনার ই-মেইল ফাঁস হয়ে থাকে তাহলে আপনি একটি সতর্ক বার্তা পাবেন
হ্যাভআইবিনপনড ডট কম ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ই-মেইলের পাশাপাশি ফাঁস হওয়া ফোন নম্বরগুলোকেও একসঙ্গে আপলোডের বিষয়টি বিবেচনায় রেখেছে।