
বিনোদন ডেস্কঃ মীর আফসার আলী একাধারে ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী, সঞ্চালক ও অভিনেতা। সম্প্রতি তিনি তার ফেসবুকে বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি সেখানে জানিয়েছেন, জন্মদিনে ছেলের কাছে একটু সময় চেয়েছেন বাবা।
মঙ্গলবার ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে উপলক্ষে নিজের ফেসবুকে এমন ধরনের একটি পোস্ট দিয়েছেন তিনি। মীর জানিয়েছেন, গত ৪ বছর ধরে অসুস্থ তার বাবা। লড়ছেন ডিমনেশিয়ার সঙ্গে।
মীরের উদ্দেশ্য ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে উপলক্ষে মানুষকে সচেতন করা। ফেসবুকে মীর লিখেছেন, আব্বার জন্মদিন ৪ এপ্রিল। বছর পাঁচেক আগে আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, জন্মদিনে কী গিফট চান তিনি। আমার খুব ঘড়ির শখ। নানান ধরনের মডেল। বিদেশি ঘড়ি আমার বিশেষ দুর্বলতা।
তো আব্বাকে ভীষণ উৎসাহিত হয়ে বললাম, “আব্বা… এই বছর আপনার জন্য আমার তরফ থেকে ঘড়ি।” মুচকি হেসে আব্বা বললেন, “ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস”।
মীর আরও লিখেছেন, এই ঘটনাটা আমার যতটা স্পষ্ট মনে আছে, আব্বার স্মৃতিতে সেটা ততটাই ঝাপসা। গত ৪ বছর ধরে ডিমনেশিয়ার সঙ্গে লড়ছেন আমার আব্বা। কিছুই মনে থাকে না। দিনক্ষণ, সাল ও সময় কোনো কিছুরই জ্ঞান নেই বিশেষ।
হ্যাঁ, এখনও চিনতে পারেন আমায়। নাম ধরে ডাকেন। আব্বা বললে সাড়া দেন। চিকিৎসা চলছে। আমি আশাবাদী। ডাক্তারদের ওপর আমার অগাধ বিশ্বাস। সে সময় তিনি কেয়ার কন্টিনাম নামের একটি প্রতিষ্ঠানের টিমকে ধন্যবাদ জানান।
এভাবে প্রায় প্রতিটি বিশেষ দিনেই সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো বার্তা দিতে দেখা যায় মীরকে। এবারেও সমাজের জন্য তিনি নতুন বার্তা দিয়েছে।
বার্তায় তিনি লিখেছেন, আজ আপনার বাড়িতেও কি এমন কেউ আছেন যিনি কাজে মন দিতে পারছেন না, সব ভুলে যাচ্ছেন এক এক করে? অবহেলা করবেন না। দেরি করবেন না। তাদের দূরে ঠেলে দেবেন না। যাদের আজকাল মনে থাকে না, তাদের আরও বেশি করে মনে ধরে রাখুন। ভালো থাকবেন সবাই।