ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসাপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি দোকান ভাঙচুর-লুটপাট করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র আজমিরীগঞ্জের কাকাইছেও এলাকায় বিএনপি নেতা আল কুরআন সওদাগর ও তার ভাই যুবদল নেতা কুহিন সওদাগরের সাথে একই এলাকার বাসিন্দা বিএনপির অপর গ্রুপের কর্মী হান্নান মিয়া, হুমায়ূন গংদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

গতকাল সোমবার ৮ ডিসেম্বর হান্নান, হুমায়ূন গ্রুপের নেতাকর্মীরা বিএনপি নেতা আল কুরআন সওদাগর ও তার ভাই যুবদল নেতা কুহিন সওদাগরের বাবার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন। ওই ফেসবুক স্ট্যাটাস দেখে আল কুরআন সওদাগর এ ব্যাপারে হুমায়ূনকে জিজ্ঞেস করলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হুমায়ুনের পক্ষের লোকজন আল কুরআন সওদাগরের ওপর হামলা চালায়।

সন্ধ্যায় তারা আবারও আল কুরআন সওদাগরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাট করে। পরে এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার সকালে এ নিয়ে আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাসেল মিয়া নামের এক যুবক ঘটনাস্থলে মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত আকবর হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।