ফেসবুক অ্যাপ ব্যবহারে যে সমস্যা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিশ্বব্যাপী এখন ইন্টারনেট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে মোবাইলের মাধ্যমে। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং যে অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, তা হচ্ছে ফেসবুক অ্যাপ।

অর্থাৎ ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুক অ্যাপের মাধ্যমে। ব্যবহারকারীদের সুবিধার্থে নানা ধরনের ফিচার রয়েছে ফেসবুকে।

ফলে অ্যাপটি ভারী হয়ে যাওয়ায় স্মার্টফোনে দ্রুত ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার পেছনে ফেসবুক অ্যাপ দায়ী, এমন অভিযোগ অনেকদিন ধরেই রয়েছে। বিভিন্ন গবেষণায় এর প্রমাণ মিলেছে। গত বছর ফেসবুক এই অভিযোগ স্বীকার করে এবং অ্যাপটির আপডেট নিয়ে এসে জানায়, এ সমস্যা অনেক সীমিত করা হয়েছে।

কিন্তু সম্প্রতি নতুন এক গবেষণায় দেখে গেছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারির ২০ শতাংশ চার্জ একাই শেষ করছে ফেসবুক অ্যাপ! মেটাল ব্যবহার করে নেক্সাস ৬পি স্মার্টফোনে ফেসবুক অ্যাপ পরীক্ষা করে ফেসবুকের এই ভয়ানক পরিমাণে ব্যাটারি চার্জ শেষ করার বিষয়টি দেখতে পেয়েছে টেক ওয়ার্ল্ড জোন।

এক সপ্তাহের এ পরীক্ষার ফলাফলে টেক ওয়ার্ল্ড জোন দেখেছে, ফেসবুক অ্যাপ মুছে ফেললে অ্যান্ড্রয়েড স্মার্টফোনো প্রতিদিনই ২০ শতাংশের অধিক ব্যাটারি ব্যাকআপ থাকে। এমনকি ফোনের পারফরম্যান্সও উন্নত হয়।

আরেকটি সমস্যা হচ্ছে, ফেসবুক অ্যাপ কি পরিমাণ ব্যাটারি খরচ করে তা অ্যান্ড্রয়েডের নিজস্ব ব্যাটারি স্ট্যাটাসে প্রদর্শিত হয় না। ফলে ব্যবহারকারীরা তা জানতে পারে না। অ্যাপটি ব্যাটারি খরচের পরিমাণ একে তো প্রদর্শিত হয় না, তার ওপর আবার এটি ব্যাকগ্রাউন্ডেও চলে। এমনটা করা হয়েছে ফেসবুক দ্রুত চালু ও নোটিফিকেশন দেখানোর সুবিধার্থে। এ কারণে ফোন অফলাইনে থাকলেও তা সক্রিয় থাকে।

সুতরাং আপনি যদি বেশি ব্যাটারি ব্যাকআপ চান তাহলে ফেসবুক অ্যাপটি ফোন থেকে মুছে ফেলুন এবং ফেসবুক ব্যবহার করতে ব্রাউজারের মাধ্যমে ফেসবুক মোবাইল সাইট ভিজিট করুন।

তথ্যসূত্র: ফোনঅ্যারেনা