বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন ‘মিনি সোশ্যাল নেটওয়ার্ক’ নিয়ে আসতে যাচ্ছে। এরই মধ্যে নতুন এই সোশ্যাল নেটওয়ার্কটির পরীক্ষামূলক ব্যবহারও শুরু করেছে তারা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের বরাতে, ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে নতুন সোশ্যাল মিডিয়া পরিচালনা করবে ফেসবুক। যেখানে একই এলাকার ব্যবহারকারীরা নিজেদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। নিদির্ষ্ট এলাকার বাইরের কেউ যুক্ত হতে পারবেন না। এ ছাড়া নতুন এই সোশ্যাল মিডিয়ায় শুধু ওই এলাকারই বিজ্ঞাপন প্রদর্শন করবে ফেসবুক।
এদিকে ফেসবুকের এক মুখপাত্র নতুন সোশ্যাল মিডিয়া সম্পর্কে ব্লুমবার্গকে জানিয়েছে, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পরীক্ষামূলকভাবে ‘নেইবারহুডস’ শিরোনামে ফিচার চালু করেছি। নতুন এই নেটওয়ার্কের জন্য আলাদা প্রোফাইল তৈরি করতে হবে ব্যবহারকারীদের।