ফেসবুককে কেন্দ্র করে ব্যবসা করে প্রায় ৩ লাখ উদ্যোক্তর। উদ্যোক্তারা মাসে প্রায় ১০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করেন। কিন্তু গত দুই দিন ধরে ফেসবুকে প্রবেশ করতে না পারায় পণ্য বিক্রি স্থবির হয়ে পড়েছে উদ্যোক্তাদের। থেমে গেছে আয়, কাটছে দুঃসময়।
রোববার (২৮ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফেসবুক বন্ধ বা স্লো করে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি মূলত দেখে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তারা হয়তো কিছু বলতে পারবেন।
এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করেও কোনো জবাব মেলেনি।
শুধু ফেসবুক ব্যবহার করে পণ্য বিক্রি করছেন এমন উদ্যোক্তারা সমস্যায় পড়েছেন তা নয়। অফিসিয়াল কাজেও অনলাইন প্লাটফর্মটি অনেকেই ব্যবহার করেন। বাংলাদেশে অনলাইনে প্রচার-প্রচারণার জন্য শীর্ষে থাকা মাধ্যম ফেসবুক নিয়ে এসব সমস্যার দ্রুত সমাধান চান উদ্যোক্তারা।