নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নগরীতে সম্ভাব্য প্রার্থীদের ফেস্টুন, বিলবোর্ড, ব্যানার অপসারণ করেছে নির্বাচনী কর্মকর্তারা।
রোববার দুপুরে নগরীর ঝাউতলা, কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ ও চকবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রউফ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার তারিকুজ্জামান, মো. হাসানুজ্জামান, আতাউর রহমান, মেজবাহ উদ্দিন, মমিন মিয়াসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা।
সহকারী রিটার্নিং অফিসার তারিকুজ্জামান জানান, ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন। নির্বাচনের ২১ দিন আগে কোনো সম্ভাব্য প্রার্থী প্রচারণা চালাতে পারবে না। নগরীতে সম্ভাব্য প্রার্থীদের সব ফেস্টুন বিলবোর্ড অপসারণ করা হবে।