
সচিবালয় প্রতিবেদক : ভারতের কলকাতার ফোর্ট উইলিয়াম মিলনায়তনে গত বছর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও সামরিক প্রতিনিধিদের দেওয়া সংবর্ধনা থেকে প্রাপ্ত পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে এ পদক তুলে দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় এশিয়া ভিত্তিক মানবসম্পদ উন্নয়নে সৃজনশীল কাজে অবদান রাখায় মুম্বাইয়ে পাওয়া ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরষ্কারটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।