বেশিরভাগ সময় ফ্যান ও এসি একসঙ্গে চালানোয় ব্যবহারকারীরা বিভ্রান্ত হন। দুটো কেন একসঙ্গে চালাতে নিষেধ করা হয়? বেশি বিদ্যুৎ বিল এড়াতে, বেশি ঠাণ্ডা হয়ে যাবে ভেবে, ঘরের ধুলা এসিতে আটকে যাবে ভেবে? এ রকম নানা কথা আছে।
তবে ফ্যান ও এসি একসঙ্গে চালালে এর সঙ্গে ধুলো আটকানোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। দুটি একসঙ্গে চালালে সরাসরি কোনো বৈদ্যুতিক সমস্যাও হওয়ার কথা নয়। তবে কার্যকারিতা ও শক্তি খরচের কারণে একসঙ্গে চালানো সাধারণত প্রয়োজনীয় বা সুবিধাজনক নয় বলে অনেকেই জানান।
সাধারণত ফ্যান চালালে বাতাস দ্রুত ঘুরে। ফলে ঘরের তাপমাত্রা সেন্সরে পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় নেয়। সে কারণে এমনিতে যে সময়ে এসি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নিতে পারে, ফ্যান চালালে তারচেয়ে বেশি সময় লাগে। এসি যন্ত্র কনডেনসার ও ইভাপোরেটরের মাধ্যমে বাতাস ঠাণ্ডা করে। আর ফ্যান সেই বাতাস দ্রুত ছড়িয়ে দেয়।
এসি ঘরের তাপমাত্রা কমাতে কাজ করে। আর ফ্যান কেবল বাতাস ঘুরিয়ে দেয়, তাপমাত্রা কমায় না। যখন আপনি এসি ছেড়ে রেখেছেন, সেটা স্বাভাবিকভাবে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজ করছে। কিন্তু ফ্যান চালালে তারচেয়ে বেশি সময় লাগতে পারে। ফ্যান অতিরিক্ত বাতাস নাড়ালে এসির কুলিং সিস্টেমের জন্য চাপ তৈরি হতে পারে।
তবে একসঙ্গে চালানো যায় যদি ঘর খুব বড় হয় এবং এসির কুলিং একদম পৌঁছাচ্ছে না। ঘরে বাতাস খুব স্থির। ফলে শীতল বাতাস দ্রুত ছড়িয়ে দিতে ফ্যান ব্যবহার করা যায়। আর ফ্যান ধীরগতিতে চালানো সুবিধাজনক। এটি মনে রাখা উচিত, ফ্যান দ্রুত ঘর ঠাণ্ডা করার পরিবর্তে শরীরের ঠাণ্ডা অনুভূতিকে বাড়ায়, তবে এসির কার্যকারিতা বাড়ায় না।


