নিজস্ব প্রতিবেদক : ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, ফ্যাব ল্যাব ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকরা নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে সক্ষম হবেন।
বুধবার ইউজিসি অডিটরিয়ামে ফ্যাব ল্যাব সাব-প্রজেক্ট প্রপোজাল প্রিপারেশন এন্ড সাবমিশন শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। এতে এনডিসি প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প কর্মশালার উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন। উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সোহেল আহমেদ স্বাগত বক্তব্য দেন।
দেশের ৩৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।