ফ্যাশন ইন থাকতে লোমহীন

ফ্যাশন ইন থাকতে লোমহীন, কোমল ত্বক কে না চায়? তবে লোমহীন থাকতে অনেকেই শেভ করেন। কিন্তু জানেন কি শেভিং ত্বককে শুষ্ক ও রুক্ষ করে তোলে? তাছাড়া শেভিংয়ে ত্বকে র‌্যাশ-সহ নানান সমস্যা হতে পারে। ফলে লোমহীন থাকতে ওয়াক্স করাই ভাল। কিন্তু পার্লারে গিয়ে ওয়াক্স করতে একদিকে যেমন সময় লাগে, অন্যদিকে টাকাও খরচ হয় বেশি। এই ঝঞ্চাট এড়াতে এ বার বাড়িতেই বানিয়ে ফেলুন ওয়াক্স। কী করে বানাবেন? কী ভাবেই বা ব্যবহার করবেন ওয়াক্স? জেনে নিন গ্যালারি থেকে।