
চট্টগ্রাম প্রতিবেদক: ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে চট্টগ্রামে সাংবাদিকতার নিরপেক্ষতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেওয়া কর্মীদের আটকের ঘটনা কাভার করতে গিয়ে খুলশী থানায় যমুনা টেলিভিশনের প্রতিবেদক জুবায়ের ইবনে শাহাদাত পুলিশ কর্মকর্তার রোষানলে পড়েন বলে অভিযোগ উঠেছে।
১১ অক্টোবর চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের একদল কর্মী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয় এবং পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অন্তত দশজনকে আটক করে।
পরদিন, ১২ অক্টোবর, খুলশী থানায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সময় সাংবাদিক জুবায়ের ইবনে শাহাদাত ভিডিও ধারণ শুরু করেন এবং আটক ব্যক্তিদের পরিবারের সাক্ষাৎকার নিতে যান। থানায় উপস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম তাঁকে ভিডিও ধারণে বাধা দেন। পুলিশের ভাষ্যমতে, জুবায়ের নির্দেশ মানেননি, বরং উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন, যা ছিল “উদ্দেশ্যপ্রণোদিত ও তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টিকারী”।
তবে সাংবাদিক জুবায়ের ইবনে শাহাদাতের অভিযোগ সম্পূর্ণ বিপরীত। তিনি জানান, ডিসি আমিরুল ইসলাম অনুমতি নিয়েছেন কিনা জানতে চেয়ে তাঁকে ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে মারধর করেন। জুবায়েরের অভিযোগ, তাঁকে থানার সেকেন্ড অফিসারের কক্ষে নিয়ে গিয়ে লাথি ও কিলঘুষি মারা হয় এবং গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। তাঁর সঙ্গে থাকা ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ডিসি আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, জুবায়ের অনুমতি ছাড়া থানার ভেতরে সাক্ষাৎকার নিচ্ছিলেন এবং জিজ্ঞাসাবাদের সময় অসৌজন্যমূলক আচরণ করেন।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, জুবায়ের ইবনে শাহাদাত পূর্বে পোর্ট সিটি ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা ছিলেন এবং তাঁর পারিবারিক সম্পর্ক আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের (সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদসহ) সাথে ঘনিষ্ঠ।
সাংবাদিক মহলের একাংশ এই ঘটনাকে ‘ফ্যাসিবাদী সাংবাদিকদের অপতৎপরতা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “আইনের প্রক্রিয়া চলাকালে ভিডিও ধারণ করা সাংবাদিকতার নীতি নয়। এরা সাংবাদিক নয়, পতিত ক্ষমতাসীন গোষ্ঠীর দোসর।” মানববন্ধনেও যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি প্রশ্ন তুলেছে—এই প্রতিবাদ সাংবাদিকতার পক্ষে, নাকি নিষিদ্ধ দলীয় পুনরুত্থানের অংশ?
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ (সিইউজে) অন্যান্য সাংবাদিক সংগঠন খুলশী থানা গেট ও কাজির দেউড়ি মোড়ে তাৎক্ষণিক সমাবেশ করে পুলিশ কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।