
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়। আর সেই অভ্যুত্থানের দিনগুলোতে সরাসরি নেতৃত্বের ভূমিকায় ছিলেন জাবির আহমেদ জুবেল। তিনি জানান, এটি শুধু একটি ছাত্র আন্দোলন নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনতার প্রাণপণ লড়াই।
জাবির আহমেদ জুবেলের জন্ম ও বেড়ে ওঠা সুনামগঞ্জের দিরাই উপজেলায়। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পড়াশোনা করেছেন সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী জুবেল ২০১৮ সালের কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় অংশ নেন। এসব আন্দোলনের মধ্য দিয়েই জড়িয়ে পড়েন রাজনীতিতে।
সুনামগঞ্জের হাওরপাড় থেকে উঠে আসা এই তরুণ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই প্রত্যক্ষ করেন শিক্ষাঙ্গনে দমনমূলক রাজনীতি এবং ফ্যাসিবাদী শাসন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক আন্দোলন, সর্বশেষ স্বৈরাচার পতনের অভ্যুত্থান পর্যন্ত তার সরব ও সাহসী উপস্থিতি তাকে নতুন প্রজন্মের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে আন্দোলনের নানা দিক, অভিজ্ঞতা আর গল্প তুলে ধরেছেন তিনি।
প্রশ্ন: আপনি বর্তমানে কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত? রাজনীতিতে কীভাবে এলেন?
জাবির আহমেদ জুবেল: আমি বিপ্লবী ছাত্র মৈত্রীর রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি।
স্কুল-কলেজে পড়াশোনার সময় থেকে রাজনীতি, ইতিহাস ও সমাজ সম্পর্কে একটা সাধারণ ধারণা জন্মে। প্রত্যন্ত হাওর অঞ্চলে জন্মের ফলে সমাজের শ্রেণি বৈষম্য সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। সেই থেকে সমাজ পরিবর্তনের রাজনীতির প্রতি আগ্রহী ছিলাম। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম এক বছর ছিল জীবনের গুরুত্বপূর্ণ সময়। আমার আবাসনের স্থান হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের টিনশেডের ২০ নম্বর রুমের গণরুমে। এক রুমে ৩০ জন গাদাগাদি করে থাকতে হতো। একদিনের মধ্যে আবিষ্কার করি হলে থাকতে হয় মূলত ছাত্রলীগের নিয়ন্ত্রণে। এছাড়া আর কোনো রাজনৈতিক কিংবা অরাজনৈতিক পরিচয়ে সেখানে কোনো শিক্ষার্থীর নেই। রাত দশটা হলেই ম্যানার শেখার নাম করে শিক্ষার্থীদের স্বাধীনচেতা মনোভাব এবং প্রতিবাদী মেরুদণ্ড ভেঙে দেওয়ার রাজনৈতিক টর্চার চালাত হলের অঘোষিত নিয়ন্ত্রক ছাত্রলীগ। সকাল হওয়ার পরই চলত বাধ্যতামূলকভাবে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ।
এগুলো দেখেই আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইতিহাস পাঠের পূর্বের ধারণার আমূল পরিবর্তন হয়। মুক্তচিন্তা চর্চা ও গণমানুষের পক্ষে অবস্থানকারী বিশ্ববিদ্যালয়কে আমি আবিষ্কার করি এক বদ্ধ কূপ এবং ভিন্নমতকে নিপীড়নকারী প্রতিষ্ঠান হিসেবে।
ক্লাস শুরুর কিছুদিনের মাথায় উপাচার্যের কার্যালয়ের সামনে আন্দোলনরত প্রগতিশীল এবং বামপন্থী শিক্ষার্থীদের ওপর মারাত্মক হামলা চালায় ছাত্রলীগের নেতারা। সেদিনের ঘটনা মনের গভীরে রেখাপাত করে। ছাত্রলীগের ও আওয়ামী লীগের দখলদারিত্বের রাজনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়ে যায়।
কয়েক মাসের মধ্যেই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। সচেতন শিক্ষার্থী হিসেবে শুরু থেকেই তাতে অংশগ্রহণ করি। কিন্তু আন্দোলনের এক পর্যায়ে ছাত্রলীগের বাধা দেওয়া শুরু হয়। তা উপেক্ষা করে হলের প্রথম এবং দ্বিতীয় বর্ষের বহু শিক্ষার্থী আন্দোলনে ভূমিকা পালন করে। আমিও তখন সক্রিয় অংশগ্রহণ করি। এক পর্যায়ে আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলা শুরু হয়। আমি ওই হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হই। কোটা সংস্কার আন্দোলনের পর ওই বছরই নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনেও অংশগ্রহণ করি। সেবারও সায়েন্স ল্যাবে পুলিশ ও ছাত্রলীগের হামলার শিকার হই।
প্রথম বর্ষের এই দুটি আন্দোলন আমাকে আরো রাজনৈতিক করে তোলে। জনগণের পক্ষের সংগঠিত ছাত্র আন্দোলন গড়ে তোলার বিষয়ে ভাবনা তৈরি হয়। সংগঠিত হওয়া ছাড়া দেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মত চেপে বসা ফ্যাসিস্ট ক্ষমতাকাঠামো পরিবর্তন সম্ভব নয়-এটা নিশ্চিত হয়ে যায়। এরপর মনে হলো, কিছু একটা করতে হবে, এভাবে চলতে পারে না দেশটা, পরিবর্তন খুব জরুরি। এই ভাবনার মধ্যেই যন্ত্রণার এক সময় পার করতে হয়। প্রথম বর্ষের শেষদিকে, অক্টোবর কিংবা নভেম্বর মাসের এক মধ্যরাতে তখনকার বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক তুহিন খানকে ফেসবুকে নক দিয়ে নিজের ভেতরকার দ্বন্দ্ব এবং যন্ত্রণার কথা জানাই। বলি, বিপ্লবী ছাত্র মৈত্রীর রাজনীতির সাথে যুক্ত হতে চাই। পরদিন সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করে লড়াইয়ের পথচলা শুরু করি। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণ ছিল।
প্রশ্ন: কোটা আন্দোলন সম্পর্কে কিছু বলুন। কখন থেকে আন্দোলন দানা বাঁধতে শুরু করে?
জাবির আহমেদ জুবেল: ২০১৮ সালের আন্দোলনের ফলে জারি হওয়া পরিপত্র ২০২৪ সালের জুনের শুরুতে হাইকোর্ট বাতিল করে দিলে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। ওইদিনই শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ করে। একই দিনে খুব সম্ভবত সরকার গণবিরোধী বাজেটও পেশ করে। বামপন্থী ছাত্র সংগঠনসমূহের জোট ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে সেই বাজেট প্রত্যাখ্যান করি এবং কোটা বাতিলের পরিপত্র বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করি। সমাবেশে স্পষ্টভাবে হাইকোর্টের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু সরকার শিক্ষার্থীদের ও ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদ ও বিক্ষোভ আমলে নেয়নি। ফলে তা বড় পরিসরে গড়ে ওঠে জুলাই মাসের প্রথম দিন থেকেই।
প্রশ্ন: ২০২৪ এর কোটা সংস্কার আন্দোলন কয়েকটা ধাপে এগিয়েছে। এ আন্দোলনে আপনি কীভাবে যুক্ত হলেন? আন্দোলনের কোন সময়টাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন? শুরু থেকেই আন্দোলনের প্রতি কী সমর্থন ছিল আপনার?
জাবির আহমেদ জুবেল: শুরু থেকেই আন্দোলনের প্রতি বিপ্লবী ছাত্র মৈত্রীর সমর্থন ছিল। আগেই বলেছি, হাইকোর্ট যেদিন পরিপত্র বাতিল ঘোষণা করে সেদিনই প্রতিবাদ জানিয়ে আমরা বিক্ষোভ করি। জুলাইয়ের দ্বিতীয় দিন থেকে আমাদের সংগঠনের নেতাকর্মীরা যৌথ এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন শুরু করে। শুরুতে আন্দোলনকে কিছুটা ‘অরাজনৈতিক’ রাখতে এবং রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিদের দূরে রাখার চেষ্টা ছিল। ফলে আন্দোলনের স্বার্থেই প্রাথমিক পর্যায়ে আমি বা আমার দলের সাংগঠনিকভাবে অধিক পরিচিত ব্যক্তিরা কিছুটা পেছন থেকেই ভূমিকা পালন করেছি।
১৪ জুলাই শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার আখ্যা দেওয়ার মাধ্যমে কোটা সংস্কার আন্দোলন সরাসরি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয় এবং প্রবেশ করে দ্বিতীয় পর্যায়ে। ওই দিন রাত থেকে ৫ আগস্ট দুপুর পর্যন্ত সময়টাতেই সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করি।
প্রশ্ন: ছাত্র সংগঠনগুলোর মধ্যে আদর্শিক দ্বন্দ্ব রয়েছে। কিন্তু এ আন্দোলনে সবাই একজোট হয়ে অংশ নিয়েছে। এই সংঘবদ্ধ হওয়ার বিষয়টি আপনার কীভাবে দেখছেন? এর পেছনে কী কারণ থাকতে পারে বলে মনে করেন?
জাবির আহমেদ জুবেল: আদর্শিক দ্বন্দ্ব থাকাটা স্বাভাবিক। কিন্তু সেসময়ে সকল সংগঠন ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে একাট্টা ছিল। মূলত আন্দোলন যতই সামনের দিকে অগ্রসর হতে থাকে, ছাত্র সংগঠনগুলো ততই ঐক্যবদ্ধ হয়। তারাই পরবর্তীতে আন্দোলনকে সরকার পতনের দিকে নিয়ে যায়।
প্রশ্ন: ১৪ জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধন করেন। এর প্রতিবাদে আপনারাও সরব হয়েছিলেন। এটা নিয়ে কিছু বলুন।
জাবির আহমেদ জুবেল: বঙ্গভবনের উদ্দেশ্যে মিছিলের কর্মসূচি শেষে সেদিন সন্ধ্যার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে হাসিনার রাজাকার আখ্যার প্রতিক্রিয়া আসতে শুরু করে। রাত দশটা/সাড়ে দশটার দিকে হলের কিছু শিক্ষার্থী এর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, খবর পেয়ে দ্রুত হলপাড়ার দিকে যাই। সেখানে গিয়ে শুনি ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগান। মলচত্বরের কাছাকাছি আসতেই খেয়াল করি একের পর এক বাইকে করে বেশ কিছু ছাত্রলীগ নেতা দ্রুত বের হয়ে যাচ্ছে। এই স্লোগান শুনে তাৎক্ষণিক মনে হল হাসিনাকে ‘মক’ করে দেওয়া এই স্লোগানকে ‘লিটারেলি’ ব্যবহার করে গোটা আন্দোলনকে চরমভাবে দমন করবে সরকার। এতে তার নিয়ন্ত্রিত বুদ্ধিজীবী ও সিভিল সোসাইটিও সম্মতি উৎপাদনের কাজ করবে। তাই স্লোগানটা ভিন্নভাবে সামনে আনা প্রয়োজন।
প্রশ্ন: ১৫ জুলাই ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার সময় আপনি কোথায়, কীভাবে কাজ করেছেন?
জাবির আহমেদ জুবেল: সেদিন আমাদের মিছিল যখন হলপাড়ায় পৌঁছায়, হলের ভেতর থেকেও ইটপাটকেল ছুড়ে মারা হয়। পরে মিছিল থেকেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বেশ কিছুক্ষণ এভাবে চলতে থাকে। কিন্তু আমাদের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুটা পিছু হটে আসতে হয়। মল চত্বরের সামনে কিছু সময় অবস্থান নেই। মধু থেকে বের হয়ে শ্যাডোতে ছাত্রলীগের একটা গ্রুপ আমাদের ধাওয়া করলে ভিসি চত্বরের দিকে চলে যাই। সেখানেও হামলা হয়। হামলায় অনেকেই রক্তাক্ত হয়, কিন্তু আবারো ভিসি চত্বরে অবস্থান নিই। এই পর্যায়ে দেখতে পাই আন্দোলনের পরিচিত মুখ, সমন্বয়ক বা সহ-সমন্বয়কদের অধিকাংশই ওই অঞ্চলে নেই। এমনকি মাইকে স্লোগান দিচ্ছিলেন যিনি, তিনিও রিকশামাইক রেখে গায়েব। আন্দোলনকারীদের সংখ্যাও অনেক কমে যায়। যারা ছিল তারাও ভিসি চত্বর থেকে ফুলার রোড পর্যন্ত ছত্রভঙ্গ অবস্থায়। ওই সময় অনেক আন্দোলনকারীদের ছাত্রলীগ বেধড়ক মারধর করতে থাকে।
সবশেষে আমাদের অনেকে উদয়ন স্কুলের একটু আগে অবস্থান নেই। কিন্তু সেখানেও বেশি সময় থাকা যায়নি। এরপরেই মূলত সবাই ফুলার রোড ত্যাগ করে। কয়েকজন তখন ওই এলাকায় ছিলাম, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বরে এসে মাহফুজ ভাইয়ের সঙ্গে দেখা হয়। সেখানে তিনি একা দাঁড়িয়ে ছিলেন। একটু পরে তিনিও পলাশীর দিক দিয়ে চলে যান। এর পরপরই খবর পাই আমাদের কিছু নারী কমরেড, পরিচিতজনসহ বহু নারী শিক্ষার্থী শিক্ষকদের আবাসিক এলাকায় ও এসএম হলের পাশের কোর্টারের দিকে আটকা পড়েছেন। তাদের কেউ কেউ কিছুটা আহত। তখন নিজেকে প্রচণ্ড অসহায় এবং কিংকর্তব্যবিমূঢ় লাগছিল। ফুলার রোডের অন্যপ্রান্তে তখনো ছাত্রলীগের সন্ত্রাসীরা অবস্থান করছিল।
এমন সময় জগন্নাথ হলের পাশ দিয়ে একজনকে আসতে দেখি, গলায় সাংবাদিকের আইডি কার্ড ঝুলানো। কাছে গিয়ে দেখি, তৎকালীন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভূঁইয়া। তাকে বলি, আটকে পড়া মেয়েদের যেকোনোভাবে নিরাপদে বের করে দিতে হবে, এক্ষেত্রে তাঁর পেশাগত পরিচয় কিছুটা হলেও সুবিধা দেবে। এরপর তার সঙ্গে আমাদের রাশা, ছাত্র ইউনিয়নের আদৃতা রায় এবং চারুকলার এক মেয়ে শিক্ষকদের কোয়ার্টারের দিকে যান মেয়েদের উদ্ধার করতে।
আমার সংগঠনের যারা ছিল, তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেই। তখন এলাকা প্রায় ফাঁকা। আমার সঙ্গে তখন জিয়া হলের ওয়াকার ছিল। তাকে নিয়ে এসএম হলের গেটের কাছে কিছুক্ষণ বসি। দেখলাম মহিলা লীগের একটা মিছিল পলাশী হয়ে আমাদের সামনে দিয়ে ফুলার রোডের দিকে ঢুকল। এরপর আমরাও ঢাকা মেডিকেলে গেলাম।
রাস্তায় আহত সহযোদ্ধাদের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার সুযোগ ছিল না। আহতদের রিকশায় তুলে কাউকে সঙ্গে দিয়ে মেডিকেলে পাঠানোর কাজ করেছি। কিন্তু মেডিকেলে পৌঁছে দেখি রক্ত আর ব্যথার চিৎকারে চারদিক ভারী হয়ে উঠেছে। ইমুকে আহতদের চিকিৎসা নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখি। গেটের সামনে টিভি ক্যামেরার সামনে কয়েকজন নেতাকে কথা বলতে দেখি। যদিও তাদের ভিসি চত্বর থেকে ফুলার রোডে হামলার লম্বা সময়জুড়ে একবারও দেখিনি।
এক পর্যায়ে শুনি মেডিকেলের সামনেই ছাত্রলীগের অস্ত্রধারীরা অবস্থান করছে। মাঝেমধ্যে ইমার্জেন্সি গেটের দিকে আসার চেষ্টা করছে। এরই মধ্যে আহত একজন ইমার্জেন্সি গেটের সামনে তাদের হামলার শিকার হয়। তখন বেশ কিছু ছাত্রলীগ ইমার্জেন্সির ভেতরে ঢুকে হামলা চালায়। তখন ফাইন্যান্স বিভাগের তাজিম, হিমুসহ আরো অনেককে নিয়ে ভেতরের গেটে মানবঢাল তৈরি করি। যাতে ভেতরে ঢুকে গুরুতর আহতদের হামলা না করে। কিছুক্ষণ পর মেডিকেল কলেজের প্রিন্সিপাল আসেন, আমরা সবাই তাঁকে ঘিরে ধরে হামলার জবাব ও নিরাপত্তা চাই। পরে তিনি আনসার সদস্যদের দিয়ে ইমার্জেন্সির মূল গেটে নিরাপত্তা বাড়ান।
অনেকক্ষণ পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বামপন্থী ছাত্রসংগঠনের নেতারা জড়ো হন বার্ন ইউনিটের নিচে। সিদ্ধান্ত নেই বুয়েটে গিয়ে সবার সঙ্গে যোগাযোগ করে কিছু একটা করার। একে একে বুয়েটের খেলার মাঠের পাশের গেট দিয়ে ঢুকি। সঙ্গে ছিল বুয়েটের তাহমীদ হোসেন, মাশিয়াতসহ আরো কয়েকজন। ঢাবিতে ওইদিনের হামলার প্রতিবাদে বুয়েটের ভেতর বড় বিক্ষোভ আয়োজনের চেষ্টা করি। তাহমিদ, মাশিয়াতরা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে থাকে। বাকিদের একাডেমিক ক্যাম্পাসে, বুয়েট শহীদ মিনারসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাততে বলি। পরে আমি ও জার্নালিজমের নূমান শহীদ স্মৃতি হলের ক্যান্টিনে গিয়ে বসি। বাকিদেরও সেখানে আসার কথা ছিল। ক্যান্টিনের কর্নারের টেবিলে নাহিদ ভাইসহ (নাহিদ ইসলাম) কয়েকজন বসেছিলেন। তখন দেখি বুয়েটের শহীদ মিনার পার হয়ে ছাত্রলীগের একটি গ্রুপ শোডাউন করে যাচ্ছে। আমি নূমানকে দিয়ে নাহিদ ভাইকে খবর পাঠাই এবং নিরাপদ স্থানে চলে যেতে বলি। মিনিট দশেক পরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনি। এভাবেই দিনটা শেষ হয়।
প্রশ্ন: ঢাবির হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা, অতঃপর গায়েবানা জানাজায় পুলিশি হামলা এবং ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের উচ্ছেদ পুরো সময়ে কী করেছেন? দিনটিকে কীভাবে মূল্যায়ন করবেন?
জাবির আহমেদ জুবেল: ১৬ জুলাই শহীদ মিনারে কর্মসূচি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের নিয়ন্ত্রণ আমরা আগের দিনই প্রায় হারিয়ে ফেলি। রাজু ভাস্কর্য দখল করে ছাত্রলীগ দিনরাত অবস্থান নিচ্ছিল। এই দিনের কর্মসূচির সফলতা নিয়েও তাই সংশয় ছিল। আগের দিনের কর্মসূচিতে ব্যাপক সমন্বয়হীনতা, হলপাড়া এবং ফুলার রোডে নারীদের ওপর ছাত্রলীগের হামলার সময় সমন্বয়কদের ঘটনাস্থল ত্যাগ করাসহ বেশ কিছু ঘটনা ঘটে। এর জেরে ঢাবি’র ছাত্রী হল এবং ইডেন থেকে মেয়েরা শহীদ মিনারে আসবে না বলে খবর পাওয়া যাচ্ছিল! তাই নির্ধারিত সময়েও শহীদ মিনার প্রায় ফাঁকা ছিল। আমার সংগঠনের কর্মীরা উদ্যানের কালীমন্দিরের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিলাম। শহীদ মিনারে মানুষ জড়ো হচ্ছে শুনে ছাত্রজোটের মিছিল নিয়ে দোয়েল চত্বর থেকে সেখানে যাই। কিছুক্ষণ পরে বুয়েট থেকে বেশ বড় একটা মিছিল এসে যুক্ত হয়, সেই মিছিল সবাইকে উদ্দীপ্ত করে। এর পরপরই মেয়েদের হল এবং ইডেন কলেজ থেকে ছাত্রীদের মিছিল আসা শুরু হয়। রংপুরে আবু সাঈদ শহীদ হওয়ার সংবাদ আসে। সারাদেশে আরো কয়েকজন শহীদ হন। ব্যাপক সমন্বয়হীনতার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। শহীদ মিনার থেকে মিছিল বের করে গন্তব্যহীন হয়ে পড়ে পুরো মিছিল। একবার দোয়েল চত্বর পর্যন্ত যায়, আবার শহীদ মিনারে ফিরে আসে। তখন সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক তোপের মুখে পড়েন সমন্বয়করা। শেষমেশ মিছিল নিয়ে ভিসি চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন।
কয়েকদিন রাতে হলে থাকিনি, কিন্তু সেদিন থাকি। আমার সাথে নূমানও রুমে ছিল। তার আগের দু’দিনের ঘটনায় আন্দোলনে যথেষ্ট ব্যাকফুটে চলে যাই। পরের দিন গায়েবানা জানাজা। শিক্ষার্থীদের মধ্যে একধরনের চাপা আতঙ্ক ছিল রাতভর। হলে ফেরার পর যার সঙ্গেই দেখা হচ্ছিল তাকে বলছি রাতটা গুরুত্বপূর্ণ, আন্দোলনকে আবারো সামনে আনতে হবে। রাত সাড়ে বারোটার দিকে নিজের শক্তি আরো দৃঢ় করতেই কিছু ছাত্র হলের মধ্যে স্লোগান দেওয়া শুরু করে। তারপর শিক্ষার্থী বাড়তে থাকে। শোডাউন অর্থেই হলের মধ্যে কয়েক দফা মিছিল দেই আমরা। একপর্যায়ে চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের রুম ভাঙচুর শুরু হয় এবং ছাত্রলীগমুক্ত হয় জহুরুল হক হল। সেই রাতে ছাত্রলীগমুক্ত হওয়া ছেলেদের প্রথম হল ছিল এটি। রাতভর হল পাহারা দেই।
হল গেটে দু’বার ছাত্রলীগ ককটেল ফাটায়। কিন্তু ভোর হতেই পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। ভোর পাঁচটার পর থেকেই বহু শিক্ষার্থী হল ত্যাগ করে বাড়ি চলে যায়। কোনোভাবেই তাদের থামানো যায়নি।পরে শিক্ষকদের সকালের কর্মসূচিতে যোগ দেই।
দুপুরে গায়েবানা জানাজা ছিল। কিন্তু ক্যাম্পাসে ভিসি চত্বর, মলচত্বর ও বটতলায় খুব কমসংখ্যক শিক্ষার্থী ছিল। বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছিল। খবর পাই, ভিসি ক্যাম্পাস ছেড়ে চলে যাবে। তখন আশঙ্কা করি, ভিসি ক্যাম্পাস ছাড়ার পর পুলিশ-বিজিবি অ্যাকশনে যাবে। এরপর ভিসির বাসার সামনে জড়ো হই। শিক্ষকদের কর্মসূচি শেষে সামিনা লুৎফা ম্যাম, গীতিআরা ম্যামদের আমাদের আশঙ্কার কথা বলি। উনারাও আমাদের সঙ্গে সমবেত হন। ভিসির সঙ্গে দেখা করতে গিয়ে শুনি, তিনি বাসায় নেই।
এরপরের ঘটনা সবাই জানি। গায়েবানা জানাজা শেষ হতেই মুহুর্মুহু টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু হয়। একপর্যায়ে আমরা প্রায় দেড়শ শিক্ষার্থী একাত্তরের হলের ভেতরে অবস্থান নেই। গেটের সামনে নাহিদ ভাইয়ের সঙ্গে দেখা হয়। তাকে বলি, এখনই আগামীকাল হরতাল ঘোষণা করেন। আমরা যদি নাও পারি, তবু দেশবাসী এই হরতাল সর্বাত্মকভাবে পালন করবে। তিনি বলেন, আশেপাশে কোনো টিভি মিডিয়া আছে কিনা দেখো। কিন্তু কাউকে পাইনি। পরিস্থিতি কিছুটা শান্ত হলে, সাংবাদিকদের সহায়তায় সবাই সূর্যসেন ও মহসিন হল হয়ে মুক্তিতোরণ দিয়ে ক্যাম্পাস ত্যাগ করি।
প্রশ্ন: কোন সময়টিতে জনসাধারণ আন্দোলনে অংশগ্রহণ করা শুরু করে? তারপরই কি আন্দোলন সরকার বিরোধী হয়ে ওঠে?
জাবির আহমেদ জুবেল: ১৭ জুলাই পর্যন্ত আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে আন্দোলনকারীরা বিতাড়িত হলে আন্দোলনের রূপ পাল্টায়। ঢাবির কর্মসূচিগুলো সমন্বয়ক নির্ভর ছিল এবং তাতে প্রচণ্ডরকমের সমন্বয়হীনতা দেখা যাচ্ছিল। প্রতিটি দিনই সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ বাড়ছিল সমন্বয়কদের ওপর। কিন্তু ঢাবিতে পুলিশি হামলার পর দেশব্যাপী শিক্ষার্থীরা এবং ১৮ জুলাই থেকে সাধারণ মানুষ ব্যাপকভাবে রাস্তায় নামে। তখন আন্দোলনের একক কেন্দ্র ছিল না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একভাবে আন্দোলন করে, স্কুল-কলেজের শিক্ষার্থীরা আরেকভাবে, শ্রমিকরা অন্যভাবে। প্রতিটি জায়গায় স্থানীয় আন্দোলনকারীরাই সিদ্ধান্ত নিয়েছে। এভাবেই কোটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়।
প্রশ্ন: কোটা সংস্কার আন্দোলন যে স্বৈরাচার পতনের আন্দোলনের রূপ নেবে, এটা কি আপনারা জানতেন?
জাবির আহমেদ জুবেল: শুরু থেকেই চেয়েছিলাম এই আন্দোলন আরো বিস্তৃত হোক। শুধু কোটা সংস্কারে থেমে না থাকুক। সে লক্ষ্যেই কাজ করেছি। ১৯ জুলাই ঢাকার রাস্তায় বহু মৃত্যুর ঘটনা ঘটে। এতে নিশ্চিত হয়ে যাই, প্রকৃত অর্থেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। সরকারের পতনের জন্য আপসহীনভাবে আরো কিছুদিন লড়াই জারি রাখতে হবে।
প্রশ্ন: আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভূমিকা কেমন ছিল?
জাবির আহমেদ জুবেল: জুলাই গণঅভ্যুত্থানে নারীদের আমরা দেখেছি এক অভাবনীয় রূপে। প্রতিটি পর্যায়ে নারীদের সক্রিয়তা উত্তাল ঢেউয়ের মত আন্দোলনকে নিয়ে গেছে গণঅভ্যুত্থানের দিকে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা বিধি নিষেধ উপেক্ষা করে তারা আন্দোলনের সম্মুখসারিতে গিয়ে দাঁড়িয়েছিল। ১৪ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় হলের গেটে লাগানো তালা ভেঙে বেরিয়ে আসা থেকে শুরু করে রাস্তায় নামা, মিছিল সংগঠিত করা, লিফলেট বিতরণ, এমনকি কারফিউ অমান্য করে জনতার কণ্ঠে কণ্ঠ মেলানো পর্যন্ত সর্বত্রই হয়ে ওঠে আন্দোলনের শক্তি।
নারীদের এই সাহসী অংশগ্রহণ আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছিল। তাদের উপস্থিতি আন্দোলনের শক্তি বহুগুণে বাড়িয়ে দেয়। কেবল সংখ্যায় নয়, কৌশল ও নেতৃত্বেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এই লড়াইয়ে শিক্ষার্থী, তরুণী, কর্মজীবী নারী সবাই স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়ে গড়ে তোলে সম্মিলিত প্রতিরোধের শক্তি। ফলে আন্দোলন সামাজিক অবিচার ও বৈষম্যের বিরুদ্ধেও প্রবল প্রতিবাদের রূপ ধারণ করে। ফ্যাসিবাদের বিপক্ষে প্রতিরোধের ব্যারিকেড হয়ে নারীদের অংশগ্রহণ দেশের গণতন্ত্রকামী প্রতিটি মানুষের মনে সঞ্চার করেছিল নতুন উদ্যম।
প্রশ্ন: আন্দোলনের সময় ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল?
জাবির আহমেদ জুবেল: আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা দ্বিবিধ ভূমিকা পালন করেছেন। তারা একদিকে যেমন নিষ্ঠাবান সাংবাদিকের ভূমিকা পালন করেছেন, তেমনি সক্রিয় আন্দোলনকারীর ভূমিকাও পালন করেছেন। ছাত্রলীগ কোন জায়গায় অবস্থান করছে, কোন রাস্তা ঝুঁকিপূর্ণ—এমন নানান তথ্য দিয়েও তারা আন্দোলনে ভূমিকা রেখেছেন। একই ভূমিকা পালন করতে দেখেছি বিশ্ববিদ্যালয় এলাকার ফটোজার্নালিস্টদেরও। ক্যাম্পাস সাংবাদিকদের সক্রিয় ভূমিকা আন্দোলনের তীব্রতা বৃদ্ধিতে ব্যাপক সহায়ক হয়েছে।
প্রশ্ন: যখন দৈনিক শত শত মানুষ মারা যাচ্ছিল, তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল? চোখের সামনে কোন মৃত্যু দেখেছেন? সেসময় আপনার মনে ভয় বা আতঙ্ক কাজ করেছিল?
জাবির আহমেদ জুবেল: ১৪ জুলাইয়ের পর এত ঘটনার মধ্য দিয়ে গেছি, তখন রাস্তায় কিংবা আন্দোলনে কোনো ভয় বা আতঙ্ক কাজ করত না। তবে, রাতে যখন কোথাও থাকার জন্য যেতে হত, তখন ধরা পড়ার এক ধরনের চাপা আতঙ্ক কাজ করত।
১৭ তারিখ ঢাবি ছাড়ার পর সিদ্ধান্ত নিই সাংগঠনিকভাবে সাইন্সল্যাব মোড় থেকে ঝিগাতলা পর্যন্ত এলাকায় অবস্থান নিয়ে হরতাল পালন করবো। আঠারোর কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের অভিজ্ঞতা থেকে জানি ওই জায়গাটা খুবই বিপজ্জনক। একইসাথে আন্দোলনকে সামনে নিয়ে যাওয়ার জন্য অবস্থান ধরে রাখাও জরুরি। ফলে ১৮ জুলাই সকাল ১০টা থেকে সাইন্সল্যাবের পাশে ইয়োলোর শোরুমের আশেপাশে জড়ো হতে থাকি। ছোট ছোট গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষকে দেখে বুঝে ফেলি তারাও আন্দোলনের অংশ। নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াই। জমায়েত এক দেড়শো হওয়ার পর মিছিল করি। পরে দেখি তা বহুগুণ হয়ে গেছে। নূর মোহাম্মদ, ঢাকা কলেজ ও রউফ কলেজের শিক্ষার্থীরাও ছিল। দুপুর থেকে কয়েকদফা পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে আমাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কিন্তু মিরপুর সড়কের অন্যপাশে মিলিত হই, আইডিয়াল কলেজের গলিতে তখন হাজারো শিক্ষার্থী। সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ চলে। এদিন বহু আন্দোলনকারী আহত হয়, বহু শিক্ষার্থী রাবার বুলেটের শিকার হয়। চিকিৎসায় এগিয়ে আসে গণস্বাস্থ্য কেন্দ্র ও ল্যাবএইড। সন্ধ্যার পর বাংলামোটর বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে গিয়ে পুরো দিনের আন্দোলন রিভিউ করি।
পরদিন জুম্মার নামাজের আগে ল্যাবএইড ও সাইন্সল্যাবের বিভিন্ন গলিতে আমরা দু’জনের গ্রুপ করে চায়ের দোকানে অবস্থান নেই। নামাজের পরেই আমরা রাস্তায় নামি। ইট-পাথর জড়ো করতে থাকি আর রোড ডিভাইডারের স্টিল ভেঙে হাতে নেই। কিন্তু খটকা লাগে অন্য জায়গায়। গতদিন যেখানে পুলিশের সঙ্গে লাগাতর সংঘর্ষ হয়, সেখানে পুলিশের চিহ্ন নেই। ঘণ্টা দেড়েক পর হেলিকপ্টারের শব্দ শুনি। ভাবি সরকার পর্যবেক্ষণ করছে। ফলে ভয়হীনভাবেই সবাই রাস্তায় স্লোগান দিতে থাকে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎই হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আমাদের ইট-পাথর, স্টিলের প্রস্তুতি সেখানে কাজে আসেনি। এভাবে অনেকক্ষণ চলার পর হেলিকপ্টার অদৃশ্য হয়ে যায়। কিন্তু এবার অদৃশ্য স্থান থেকে গুলির শব্দ শুনতে পাই। অধিকাংশ মানুষ আশপাশের মার্কেটে আশ্রয় নেয়। আমরা হ্যাপি আর্কিড মার্কেটের নিচতলায় ছিলাম। সঙ্গে ১৫/১৬ বছরের এক কিশোরও ছিল, সম্ভবত টোকাইয়ের কাজ করত। ছেলেটা আরেহ, কিছু নাই, হুদাই’ বলে রাস্তার মাঝ বরাবর গিয়ে দাঁড়ায়। এক মিনিট পর আমরা কয়েকজনও গিয়ে দাঁড়াই। সঙ্গে সঙ্গেই একটা গুলির শব্দ। আমাদের থেকে তিন-চার হাত দূরে থাকা কিশোরটি রাস্তায় লুটিয়ে পড়ল। তার কপাল বরাবর গুলি ছেদ করে গেছে। সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর বুঝতে পারি বিভিন্ন উঁচু বিল্ডিংয়ের ছাদে সশস্ত্র অবস্থান করছে এবং গুলি করছে। পুরো সাইন্সল্যাব এলাকা আন্দোলনকারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়। আবার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের সামনে গিয়ে দাঁড়াই। মিনিট দশেক পর মিরপুর রোড দিয়ে নিউমার্কেটের দিকে বিজিবির একটি গাড়ি যায়। তারপর আরেকটি। কিন্তু সেটি দু’পাশ দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে যায়। তখন সবাই আন্ডারগ্রাউন্ডে ঢুকে পড়ি।এরপর সেই শহীদ কিশোরের মায়ের গগন বিদারী আর্তনাদের সামনে থমকে দাঁড়াই। তিনি বারবার অজ্ঞান হচ্ছিলেন। ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ঈকরা শাহীদী ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দেয়। সেই মায়ের চিৎকার এখনো কানে বাজে।
পুলিশের টহল কমে গেলে পাশের গলির ভেতরে একটি বাড়িতে আশ্রয় নিই। পরে জানতে পারি ল্যাবএইডের সামনে সাংবাদিক তাহির জামান প্রিয় শহীদ হয়েছেন।
প্রশ্ন: কারফিউ ও গণগ্রেপ্তারের সময়ে কীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতেন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল?
জাবির আহমেদ জুবেল: ১৯ জুলাই রাতেই সরকার কারফিউ ঘোষণা করে। তখন ইন্টারনেটও ছিল না। সংগঠনের নেতাকর্মীরা একেক জায়গায় আশ্রয় নেয়। সবাইকে নির্দেশ দেই ২০ তারিখ রাস্তায় বের না হওয়ার। কারণ ১৯ তারিখের ভয়াবহতা কাছ থেকে দেখেছিলাম। তাই কারফিউয়ের প্রথম দিনটা পর্যবেক্ষণ করা জরুরি মনে করেছি।
২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত আমরা দৃশ্যমান কিছু করতে পারিনি। সংবাদমাধ্যমে বিভিন্ন বিবৃতির মাধ্যমে আন্দোলনের পক্ষে সক্রিয় থাকি। ২৪ তারিখ দুপুরে আমরা বামপন্থী ছাত্রসংগঠনের নেতারা এক জায়গায় বসার সুযোগ পাই। রাস্তার কর্মসূচি নিয়ে আলোচনার করি। একই ধরনের আলোচনা শুনতে পাই ৩১টি প্রতিবাদী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের (বর্তমানে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য) নেতাদের কাছেও। তারা কারফিউ ভেঙে ২৬ তারিখ প্রতিবাদী গানের মিছিল নিয়ে প্রেসক্লাব থেকে শহীদ মিনারে পদযাত্রার পরিকল্পনা করে। ২৬ তারিখ সাংস্কৃতিক কর্মীদের গানের মিছিলে আমরাসহ বিভিন্ন শ্রেণি পেশার গুরুত্বপূর্ণ মানুষও যুক্ত হন। পুলিশের বাধায় সে মিছিল শহীদ মিনারে যেতে না পারলেও কারফিউয়ের স্তব্ধতা ভেঙে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরের দিন বামপন্থী নারী কমরেডরা একটি মিছিল করেন। একই দিনে আমাদের শ্রমিক সংগঠনের নেতারাও মিছিল করেন পল্টন ও প্রেসক্লাব এলাকায়। ২৮ তারিখ গণতান্ত্রিক ছাত্র জোট প্রেসক্লাবে হাসিনার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করে। সেদিনও পুলিশি বাধা ও হামলার শিকার হই।
এদিন রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে ২৯ তারিখের কর্মসূচি ঘোষণা করা হয়। তা বাস্তবায়নের উদ্যোগ নেই। কিন্তু ২৯ তারিখ প্রেসক্লাবে কেউ কর্মসূচিটি বাস্তবায়ন করতে পারেননি। সকালে এক সহ-সমন্বয়ক প্রেসক্লাবে থেকে গ্রেপ্তার হন। পরে ব্যাপক পুলিশি উপস্থিতির সংবাদ ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা সেখানে যেতে পারেনি। কর্মসূচি ঘোষণা দিয়ে দিনটি ফাঁকা গেলে সাধারণ শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ত। সেজন্য সিদ্ধান্ত নিই যেকোনো মূল্যে অল্প সময়ের জন্য হলেও আশপাশের কোথাও সেটি পালন করবো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবো। দুপুরের দিকে ৬০/৭০ জনের একটি জমায়েত নিয়ে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির সামনে কর্মসূচি পালন করি। আধাঘণ্টার মধ্যেই শেষ করে আমরা নিরাপদ স্থানে চলে যাই।
৩০ জুলাই আবারো প্রতিবাদী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো নব্বইয়ের গণঅভ্যুত্থানের প্রতীক নূর হোসেন চত্বর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতীক বাহাদুর শাহ পার্ক অভিমুখে গানের মিছিলের আয়োজন করে। তার আগের কয়েকদিনের মধ্যে এটিতে সবচেয়ে বেশি মানুষ অংশ নেয়। কর্মসূচি ব্যাহত করতে সরকার বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করে। মিছিল শুরু করলে তারা ব্যাপকভাবে বাধা দেয় এবং আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে আমরা জিরো পয়েন্টে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করি।
প্রশ্ন: আপনারা তো ২ আগস্ট দ্রোহযাত্রা করেছিলেন। সেই উদ্যোগ এবং সেদিনের বিষয়ে কিছু বলুন।
জাবির আহমেদ জুবেল: কারফিউয়ের পর থেকে বড় পরিসরে আন্দোলন করা সম্ভব হচ্ছিল না। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও খুব একটা জোরালো কর্মসূচি আসছিল না। অথচ ওই সময়ে অভ্যুত্থানকে সফল করার লক্ষ্যে প্রয়োজন ছিল বড় কর্মসূচির, যেখান থেকে স্বৈরাচার পতনের চূড়ান্ত আঘাত শুরু হবে। সেই ভাবনা থেকেই গণতান্ত্রিক ছাত্র জোট, প্রতিবাদী সাংস্কৃতিক সংগঠনসমূহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কসহ প্রগতিশীল বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রেসক্লাব থেকে শহীদ মিনার অভিমুখে দ্রোহযাত্রার ঘোষণা করা হয়।
২ আগস্ট দুপুরের পর থেকেই প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়। বামপন্থী, প্রগতিশীলদের উদ্যোগে কর্মসূচিটি গ্রহণ করা হলেও দেশের প্রায় সকল রাজনৈতিক চিন্তার মানুষ সমবেত হয়। অধ্যাপক আনু মুহাম্মদের বক্তব্যের মাধ্যমে মিছিল শুরু হয়। হাজার মানুষ নিয়ে শুরু হওয়া মিছিলটি শেষ হয় প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ নিয়ে। সন্ধ্যা পর্যন্ত শহীদ মিনারে জনতার ঢল বাড়তে থাকে।
জনগণ যে বড় কর্মসূচির জন্য মুখিয়ে ছিল, তা সেদিনের দ্রোহযাত্রায় প্রমাণিত হয়। ১৭ জুলাইয়ের পর ২ আগস্টেই প্রথম ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল নিয়ে প্রবেশ করতে সক্ষম হয়। শাহবাগ থেকেও ছাত্রলীগ-আওয়ামী লীগকে পালাতে হয়। ঢাবি’র বিভিন্ন হলে শিক্ষার্থীরা তালা ভেঙে প্রবেশ করে। সেদিন যেন মুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস থেকে ভেঙে ফেলা হয় ছাত্রলীগের নানা প্রতীক। দেয়ালে দেয়ালে স্প্রে পেইন্ট লেখা হয় প্রতিবাদী স্লোগান। সেদিন শহীদ মিনার থেকে ঘোষণা দেই, ৪ আগস্টের মধ্যে হাজারো ছাত্র-জনতা হত্যার দায় নিয়ে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করতে হবে। কার্যত সেদিনই হাসিনা সরকারের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেওয়া হয়।
সেদিন সন্ধ্যা থেকেই ফেসবুকে এক দফা লেখা পোস্টার ও ছবি ছড়িয়ে পড়ে। রাতে ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সমাবেশ থেকে নাহিদ ইসলামের মাধ্যমে ঘোষণা করা হয় সরকার পদত্যাগের এক দফা।
প্রশ্ন: অভ্যুত্থানকে সফল করতে বা আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনগুলো ছিল বলে মনে করেন?
জাবির আহমেদ জুবেল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছোট-বড় বহু ঘটনা ঘটে যা এটিকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যায়। কিন্তু অভ্যুত্থানকে সফল করার পথে তিনটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
প্রথম ব্রেকথ্রু ছিল ১৭ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পরের কয়েকদিন রাজধানীর প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকার (বিশেষত যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, সাভার-আশুলিয়া) ছাত্র জনতা যে সাহসী ও রক্তক্ষয়ী লড়াই করেছিল, তার ওপরই রচিত হয়েছিল গণঅভ্যুত্থানের গণচরিত্র। যদি ১৭ জুলাইয়ের পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারত, তাহলে আন্দোলন সেদিনই মুখ থুবড়ে পড়ত।
দ্বিতীয় ব্রেকথ্রু ছিল কারফিউয়ের মধ্যে ২৬ জুলাই সাংস্কৃতিক কর্মীদের গানের মিছিল। কারফিউ ভেঙে ঢাকার মধ্যবিত্ত জনগণকে আবারো সংগঠিত হওয়া ও রাস্তায় নামার সাহস জুগিয়েছিল।
আর তৃতীয় ব্রেকথ্রু ছিল দ্রোহযাত্রা। কারফিউয়ের পর প্রথমবারের মত হাজার হাজার ছাত্র-জনতা একসঙ্গে মিছিল করেছিল। আন্দোলনকারীরা আবারো দখলে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্রোহযাত্রার জনতার ঢল এবং সেদিনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে ৩ আগস্টের সমাবেশ ও এক দফা ঘোষণার দিকনির্দেশনা দেয়।
প্রশ্ন: যদি এ আন্দোলন সফল না হত, তাহলে কী হত বলে আপনি মনে করেন?
জাবির আহমেদ জুবেল: এই আন্দোলন সফল না হলে বাংলাদেশের রাজনীতির ও গণতন্ত্রের জন্য ভয়াবহ সময় হাজির হত। সরকার বিরোধী ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী হত্যার শিকার হত। গুম-জেল-জুলুম নেমে আসত হাজারো ছাত্র-জনতার ওপর। আন্দোলনকারী শিক্ষক, বুদ্ধিজীবী, সিভিল সোসাইটির ব্যক্তিরা গ্রেপ্তার হতেন এবং ভয়াবহ নির্যাতনের শিকার হতেন। সর্বোপরি, দেশের সকল ভিন্নমতাবলম্বীকে দমন করে দীর্ঘমেয়াদি দমনমূলক শাসনব্যবস্থা পাকাপোক্ত করত হাসিনা সরকার। ফলে অভ্যুত্থান থেকে কারোরই পিছু হটার বিন্দুমাত্র সুযোগ ছিল না। নিজেদের জীবনের বিনিময়ে হলেও অভ্যুত্থান সফল করাই ছিল আমাদের একমাত্র লক্ষ্য।
প্রশ্ন: গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক পরিসর বা সিস্টেমের দরকার আছে বলে মনে করেন? থাকলে সেটি কেমন হওয়া উচিত?
জাবির আহমেদ জুবেল: বিগত সময়ে শেখ হাসিনা সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদী কাঠামো তৈরি করেছিলেন। তিনি বিচার ব্যবস্থা, স্বাধীন গণমাধ্যমসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন। প্রত্যাশা করেছিলাম গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুনভাবে রাষ্ট্র গড়ে তোলা হবে, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা হবে, জনগণের রাষ্ট্র তৈরি হবে। আশা করেছিলাম দেশ থেকে হত্যা, খুন, গুম ও দখলদারিত্বের রাজনীতি বিদায় নেবে।
কিন্তু অভ্যুত্থানের পরও আমরা সেই পূর্বের শাসন কাঠামো এবং রাজনীতির ধারাবাহিকতাই দেখতে পাচ্ছি। অভ্যুত্থানের শক্তিকেই গণমানুষের রাজনীতিতে সক্রিয় হতে হবে। জনগণকে উপেক্ষা করে কোনোদিনই জনগণের রাজনীতি করা সম্ভব নয়।
প্রশ্ন: ১৯৬৯ ও ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে ২০২৪ সালের কোন ভিন্নতা আছে কি? থাকলে কোন দিক থেকে ভিন্ন?
জাবির আহমেদ জুবেল: ৬৯ ও ৯০-এর গণঅভ্যুত্থানের সাথে ২৪-এর গণঅভ্যুত্থানের দুটি বড় পার্থক্য রয়েছে। প্রথমত, আগের দুটি অভ্যুত্থান অত্যন্ত সুসংগঠিত। সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো সংগঠিত হয়েছিল। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থান অনেকাংশে স্বতঃস্ফূর্ত ছিল। ৬৯ ও ৯০-এর ক্ষেত্রে অভ্যুত্থানকারী শক্তিসমূহ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র কী রকম হবে তা নির্ধারণ করতে পেরেছিল। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানে তেমন কোনো পূর্বপরিকল্পিত কাঠামো ছিল না।
দ্বিতীয়ত, ৬৯ ও ৯০-এর অভ্যুত্থানে মফস্বলের জনগণ ও গ্রামের কৃষকরাও লাগাতার কর্মসূচির মাধ্যমে ভূমিকা পালন করেন। শহর থেকে গ্রাম, পুরো দেশ ছিল অভ্যুত্থানের ক্ষেত্র। কিন্তু ২৪-এর অভ্যুত্থান ছিল মূলত বড় শহরকেন্দ্রিক। ছাত্র ও শহরের শ্রমিকরাই ছিল আন্দোলনের প্রধান শক্তি। কৃষক ও মফস্বলের জনগণ দূর থেকে দেখেছে মাত্র।
আরেকটি বড় পার্থক্য হল, বিগত দুটিতে সরাসরি অভ্যুত্থানকারীরা রাষ্ট্রক্ষমতায় আসেননি। কিন্তু চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে সরাসরি আন্দোলনের নেতৃত্বে থাকা তিনজন ক্ষমতায় বসেছেন। এই পার্থক্যগুলোই ২৪-এর গণঅভ্যুত্থানকে পূর্ববর্তীগুলোর থেকে ভিন্ন করে তুলেছে।