প্রাক্তন পর্ন তারকা সানি লিওন মানেই আলোচনা। সিনেমায় দেখা না গেলেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই তাকে দেখা যায় শিরনামে। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের মাত্রা বেশি।
এবারও তেমনই সংবাদের শিরোনামে এলেন তিনি। সম্প্রতি ১৮ কোটি টাকা দিয়ে মুম্বাইয়ের আন্ধেরিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন এই অভিনেত্রী। যেখানে রয়েছে ৫টি শোবার ঘর, ১টি হলরুম ও বিশাল রান্না ঘর। ফ্ল্যাটির আকার ৩ হাজার ৯৬৭ বর্গমিটার। নতুন ঠিকানায় এবার ঘর সাজাচ্ছেন এই অভিনেত্রী।
গত বছর করোনার সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন সানি লিওন। সবকিছু ঠিক হলে দেশে ফিরেন তিনি। এরপরই ব্যস্ত হয়ে যান রিয়েলিটি শো ‘স্পিল্টসভিলা’র ১৩তম আসরের শুটিংয় নিয়ে।
এছাড়াও ‘অনামিকা’ নামের একটি ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। এটি পরিচালনা করছেন বিক্রম ভাট।


