নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় মোটেল-৬ স্বর্ণালী নামে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের পর সেখান থেকে এক ওয়ার্ডবয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিহতের নাম, খোকেন দত্ত (৫৫)। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘ফয়’স লেক এলাকার মোটেল-৬ স্বর্ণালী নামের একটি আবাসিক হোটেলের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় হোটেলের ৩১৩ নম্বর রুমে খোকেন দত্ত নামের এক ওয়ার্ডবয় ঘুমাচ্ছিলেন।’ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় খোকন দত্তের মরদেহ উদ্ধার করা হয়। দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


