
জামালপুর প্রতিনিধি : জেলার বকশীগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে হামলার শিকার হয়। হামলায় দুই এসআইসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গুরুতর আহত এসআই তাইজ উদ্দিন ও কনস্টেবল সোহরাব হোসেনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বটতলা গ্রামের ফারুক ও আইরমারী খানপাড়া গ্রামের আনোয়ারের সঙ্গে একখণ্ড জমি নিয়ে বিরোধ চলছিল।
বুধবার দুপুর ১২টার দিকে ফারুকের লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে পাটবীজ বপন করতে গেলে আনোয়ারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় পুলিশও হামলার শিকার হয়।
হামলায় এসআই তাইজুল ইসলাম, এসআই আবদুল আজিজ, এএসআই রেজাউল করিম, এএসআই মাহফুজ, কনস্টেবল সোহরাবসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত মোশারফ (৫০), রহিজ বেপারী (৩৮), ভিক্কু মিয়া (৫০), আবদুল বাছেদ (৫০) ও নুর আমিন ( ৪০) নামে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আসলাম হোসেন খবরটি নিশ্চিত করে জানান, পুলিশ দুইপক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে একটি পক্ষ পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় এক পক্ষের দলনেতা ফারুককে প্রধান আসামি করে দেড় শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।