
আল-আমিন,নীলফামারী: নীলফামারী উত্তরা ইপিজেডের এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডে শ্রমিকদের ২ মাসের বেতন ভাতা বন্ধ করা হয়। শুধু তাদের বেতন ভাতা বদ্ধ করে ক্ষান্ত হয়নি কর্তৃপক্ষ। চাকুরি থেকে চিরতরে ছাটাই কার্যক্রমও শুরু করে। ফলে শ্রমিকদের মধ্যে বিরাজ করে তীব্র ক্ষোপ।
কোম্পানি কর্তৃক অবৈধভাবে ছাঁটাই, বেতন বকেয়া, নামাজের সময় না দেওয়া ও বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। কিন্তু ২ সেপ্টেম্বর কোম্পানি বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। ৩ দিনের উত্তেজনার পর মঙ্গলবার সকালে তা রূপ নেয় সহিংসতায়। এতে গুলিবিদ্ধ হয়ে সংগলশী ইউনিয়নের মাছির চাক গ্রামের হাবিবুর রহমান হাবিব নামে এক শ্রমিক নিহত হন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। তার মধ্যে গুরুতর আহত শাহিন (২৫) এর বাসা সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলীপাড়া গ্রামে। সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে আন্দোলনকারীরা নীলফামারী-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে। বিশৃংখলা এড়াতে বিপুল সংখ্যক সেনাসদস্য, বিজিবি, পুলিশ ইপিজেড এলাকায় অবস্থান করতে দেখা যায়।
নিহতের বাবা দুলাল হোসেন বলেন, আমার ছেলে ইকু প্যাকিং কোম্পানিতে চাকুরী করে। সে রাতের বেলা ডিউটিতে যায়। সকালবেলা বাড়ি ফেরার পথে গুলিতে নিহত হয়েছে। আমার ছেলে তো আন্দোলনে ছিলো না। সে অন্য কোম্পানিতে কাজ করে। তারপরেও কেনো আমার ছেলেকে হত্যা করা হলো। আমি এর বিচার চাই।
শ্রমিকরা বলছেন, বেবজা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শ্রমিক বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে গত শনিবার থেকে আন্দোলন করছি। তারা আমাদের দাবী না মেনে উল্টো অনির্দিষ্টকালের জন্য কোম্পানি বন্ধ করে দেন। সকালে পুলিশ ও সেনাবাহিনী এসে আমাদের দাবী না মেনে আমাদের উপর লাটিচার্জ শুরু করে। এক পর্যায়ে টিয়ারগ্যাসসহ সরাসরি গুলে ছুড়ে। তারা কতটা নিচু হলে একজন শ্রমিক ডিউটি থেকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে হত্যা করে। আমরা এর তীব্রনিন্দা জানাই। হত্যাকারীদের বিচারসহ অবিলম্বে এই সমস্ত ঘটনার সুষ্ঠু সমাধান চাই।
নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক ফারহান তানভীর ইসলাম বলেছেন, সকালে ৬জন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে তাদের মধ্যে একজনকে নিহত অবস্থায় পাওয়া গেছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় আহতের চিহ্ন রয়েছে। এসব পরিক্ষা নিরিক্ষার প্রয়োজন।
আহতদের মধ্যে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলীপাড়ার শাহিন(২৫), নীলফামারী সদরের মোমিনুর (২৪), মোস্তাক(৩০), যাদুর হাট এলাকার লিপি আক্তার(২৪), সদরের নুর আলম বিপ্লব(৩৪), ইটাখোলার জামিলা খাতুন(৩০), সদর পুরাতন স্টেশন এলাকার গোলাম রব্বানী (২৪), টুপামারি শাহপাড়ার গীতা রানী (২৩)সহ আরো অনেকে আহত হয়ে নীলফামারী, সৈয়দপুরও রংপুরে চিকিৎসা নিচ্ছেন।
উত্তরা ইপিজেড নীলফামারী বেপজার নির্বাহী পরিচালক আব্দুল জব্বার এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন,নিহত ও আহতদের সহযোগিতা করা হবে।