বক্ষবন্ধনী

দক্ষিণ আফ্রিকার সুপারমডেল ক্যান্ডিস সানেপয়েল ১০ মিলিয়ন ডলার মূল্যের ভিক্টোরিয়া সিক্রেটস ব্র্যান্ডের বক্ষবন্ধনী ২০১৩ সালে একটি ফ্যাশন শোতে প্রদর্শন করেন। ১৮ ক্যারেট গোল্ডের ওপর ৪২০০ পাথর বসিয়ে এটি তৈরি করা হয়েছে।