ক্রীড়া ডেস্ক:
ক্যাম্প ন্যুতে মেসি-জাভি-ইনিয়েস্তাদের কাছ থেকে সেরাটা বেরে করে অপ্রতিরোধ্য বার্সা গড়েছিলেন পেপ গার্দিওলা। বার্সার ইতিহাসে প্রথম ট্রেবলের সঙ্গে সবেচেয়ে সোনালী সময়টা এসেছিল পেপ গার্দিওলার হাত ধরেই।
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে সাফল্যের ছাপ রেখে বর্তমানে ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিতে কোচের দায়িত্বে রয়েছেন গার্দিওলা। ইতিহাদ স্টেডিয়ামের এ ক্লাবটিতেও নিজের সেরাটা জানান দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন স্প্যানিশ কোচ। লিগ টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে সিটিজেনরা।
সম্প্রতি এক সাক্ষাতকারে ম্যানসিটি শিবিরের সেরা তারকা আগুয়েরোকে নিয়ে কথা বলেছেন গার্দিওলা। গার্দিওলার মতে, সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুইস সুয়ারেজের মতোই মেধাবী সার্জিও আগুয়েরো।কোচিং ক্যারিয়ারে নিজের দেখা সেরা ফুটবলারদের মধ্যে আগুয়েরোকে অন্যতম সেরা বলে দাবি করেন তিনি। বিশেষ করে প্রতিপক্ষের ডি বক্সে আগুয়েরো অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন বলে মনে করেন গার্দিওলা।
আর্জেন্টাইন তারকা আগুয়েরোর প্রশংসা করে পেপ জানান, ‘বক্সে আগুয়েরো তাদের (মেসি,রোনারদো ও আগুয়েরো) পর্যায়ে।আমার কোচিং ক্যারিয়ারে আগুয়েরোর সবচেয়ে ভালো ফুটবলারদের মধ্যে একজন। এখানকার প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারাটা বেশ আনন্দের এবং আমার মতো সার্জিও সেরাদের কাতারে। সে আরও ভালো করার চেষ্টা করছে। সে কতটা গোল করেছে তা ব্যাপার না, আমরা তার পারফরমান্সে বেশ খুশি।’