বক্স অফিসে নতুন ১০০ কোটির রেকর্ড

ব্লকবাস্টার অ্যাকশন-থ্রিলার তেলেগু মুক্তি ‘রবার্ট’। মহাশিবরাত্রি উপলক্ষে ১১ মার্চ মুক্তি পাওয় সিনেমাটি নতুন মাইলফলক সৃষ্টি করেছে।

ব্যবসায় সফল এই সিনেমাটি বক্স অফিসে মুক্তির দিনেই ১৭.২৪ কোটি রুপি সংগ্রহ করে। মুক্তির দ্বিতীয় দিনে দর্শন অভিনীত এ সিনেমা সংগ্রহ করে প্রায় ১২.৭৮ কোটি রুপি। তৃতীয় দিনে সংগ্রহ করে প্রায় ১৪ কোটি রুপি। আর চতুর্থ দিনে এ সিনেমার সংগ্রহ ছিল প্রায় ১৫.৬৮ কোটি রুপি। সব মিলিয়ে চার দিনে এ সিনেমার সংগ্রহ ছিল ৫৯.৮ কোটি রুপি। সাত দিনে সব মিলিয়ে এ সিনেমার বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৮২.৯ কোটি রুপি। ছবিটির ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বলে মত অনেকের।

করোনা মহামারির মধ্যেও কন্নড় ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার সিনেমা উপহার দিলেন দর্শকদের। ছবিটি একই নামে মুক্তি পেয়েছে তেলেগু ভাষাতেও।