
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে যমজ দুই বোনের ওপর হামলাকারী বখাটে জীবন করিম ওরফে বাবুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। সোমবার সরেজমিন পরিদর্শনে গেলে এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় এ দাবি জানান তারা।
রোববার সন্ধ্যায় শাহ আলী থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে জীবনকে গ্রেপ্তার করেছে র্যাব। জীবনের দেওয়া তথ্য অনুযায়ী বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে র্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানান, জীবনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হবে।
হামলার শিকার ওই দুই বোনের বাবা আহসান হাবীব বলেন, ‘শুধু জীবন নয়, ঘটনার সময় তার সঙ্গে অনেকেই ছিল। তাদেরও আইনের আওতায় আনতে হবে। বিচার নিশ্চিত করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে বাকি মেয়েরা রক্ষা পাবে। কাউকে বখাটের হামলা শিকার হতে হবে না।’
এক প্রশ্নের জবাবে আহসান হাবীব জানান, এক মেয়ে সুস্থ হয়েছে। তাকে বাসায় নেওয়া হয়েছে। একজন এখনো হাসপাতালে আছে।
চিড়িয়াখানা গোলচত্বর এলাকার দোকানদাররা জানিয়েছেন, জীবন ‘অহনা’রেস্টুরেন্টের মালিক। হোটেলে যুবকদের অবাধ আড্ডা হতো। এসব যুবক বিভিন্ন মেয়েদের উত্ত্যক্তও করত। কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করত না।
সিগারেটের দোকানদার হাতেম আালী জানান, জীবন ও তার দলবলের জন্য এই রাস্তা দিয়ে কোন মেয়ের পক্ষে যাওয়া দুস্কর হয়ে গেছে।
হাতেম আলীর মতো অনেকেই এ অভিযোগ করেন। তারা জীবনের দৃষ্টান্তমূলক দাবি করেন।
সোমবার বিকেলে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘জীবনকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বাকিদের গ্রেপ্তার করা হবে। ওই এলাকায় যেন কোনো মেয়েকে ইভটিজিংয়ের শিকার হতে না হয়, সেজন্য পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি শুরু হয়েছে।’
১৯ অক্টোবর বিসিআইসি কলেজের ছাত্রী যমজ দুই বোন ফারিহা হাবীব মীম ও আসওয়াদ হাবিব জীম বাসায় যাওয়ার জন্য চিড়িয়াখানা গোলচত্বর এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় জীবনসহ অন্যরা তাদের উত্ত্যক্ত এবং শ্লীলতাহানি করে। তারা প্রতিবাদ করলে বখাটেরা লাঠি দিয়ে মারধর করে। এতে দুই বোন আহত হন।