বগি ফেলে চলে যায় মহানগর গোধূলি এক্সপ্রেস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন শনিবার রাতে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্রেনটির পিছনের দিকের চারটি বগি ফেলে রেখে চলে যায় সামনের লোকোমোটিভসহ (ইঞ্জিন) অন্যান্য বগি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট রেলওয়ে সূত্র ও ট্রেন যাত্রীদের সঙ্গে কথা এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।

আশুগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রাত আটটার পর ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশন ঢোকার পথে এ ঘটনা ঘটে। পরে মেরামত শেষে বগি সংযোগ করে রাত নয়টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।