বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১০ সদস্যের জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির মেয়াদ ঘোষণা পরবর্তী ছয় মাস থাকবে।
সিনিয়র যুগ্ম আহবায়ক রাফিয়া সুলতানা রাফি মঙ্গলবার বিকালে এ তথ্য দিয়েছেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত বগুড়া জেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার এসএমএ মাহমুদকে। সদস্য সচিব করা হয়েছে সুলতান মাহমুদকে। রাফিয়া সুলতানা রাফি সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
কমিটির ১১ জন যুগ্ম আহ্বায়ক হলেন- সিরাজুল ইসলাম সিরাজ, ডা. এনামুল হক বাবু বিশ্বাস, মো. হেলালুজ্জামান, সাংবাদিক আবদুল আলিম, ফারুক হোসেন আবদুল্লাহিল বাকী, সৈয়দ আবু নাসের আলম, জাহাঙ্গীর আলম, কাজী মোহাম্মদ শাহজাহান আলী, নাহিদ ইসলাম ও রাজু আহম্মেদ বাপ্পি।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জীম।
১৪ জন যুগ্ম সদস্য সচিব হলেন- শাহাদাত হোসেন শান্ত, সাইফুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট আজিজুর রহমান অন্তর, ডা. মেহেরুল আলম মিশু, রিগান হোসেন, মিজানুর রহমান সাগর, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, রাব্বি হাসান, আবদুস সবুর সুমন, ডা. আবদুল্লাহ আল সানি, অ্যাডভোকেট বাসুদেব কুমার দাস, রুহুল আমিন, খোকন মাহমুদ ও মাছুদুর রহমান মহান।
সাতজন সাংগঠনিক সম্পাদক হলেন- শওকত ইমরান, রাশেদ সাদাত, মাইনুল ইসলাম, এফএম মাহমুদুল হক রাকিব, হুমায়ন কবির হিমু, মশিউর রহমান বিপু ও জুবায়ের আহমেদ জয়।
জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে এটিএম নাহিদুজ্জামানকে। এছাড়া ৭৩ জনকে সদস্য রাখা হয়েছে।
দলটির বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় এনসিপিকে শক্তিশালী ও গতিশীল করতে জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।


