বগুড়ায় ডাকাতদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, গ্রেপ্তার ২

বগুড়ায় মহাসড়কে ফিল্মি কায়দায় পুলিশ ও ডাকাতদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্ত জেলা ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বগুড়া সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতুলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোসাদ্দের আলী ওরফে মোহন (৩০) এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার রামদেবপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে ইউনুস আলী (৩৫)।

ডিবি পুলিশের সহায়তায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বগুড়া সদর উপজেলার বারোপুর ফ্লাইওভার থেকে মাটিডালী বিমান মোড় পর্যন্ত এলাকায় তাণ্ডব চালায়। ডাকাতরা একটি সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউসে প্রবেশ করে কর্মীদের হাত-পা বেঁধে জিম্মি করে রাখে। এ সময় তারা নগদ ৪৩ হাজার ৩৮২ টাকা, একটি লাইসেন্সকৃত শটগান ও ১০ রাউন্ড কার্তুজ লুট করে নিয়ে যায়।

ডাকাতির খবর পেয়ে টহলরত পুলিশ সদস্যরা একটি ট্রাকযোগে পালিয়ে যাওয়া ডাকাতদের ধাওয়া করে। কুয়াশার কারণে একপর্যায়ে ডাকাতরা পুলিশের নজর এড়িয়ে গেলেও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে পুনরায় ট্রাকটি শনাক্ত করা হয়। এরপর পুলিশ পিছু নিলে ডাকাতরা মহাস্থানগড়ের দিকে পালাতে থাকে।

পুলিশ জানায়, ধাওয়ার সময় ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ও ধাতব বস্তু নিক্ষেপ করে।

একপর্যায়ে পুণ্ড্র ইউনিভার্সিটি এলাকায় ডাকাতরা ট্রাক ঘুরিয়ে পুলিশের পিকআপে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। পরে ডাকাতরা ট্রাকটি ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যায়। পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে পুলিশ লুট হওয়া শটগান, চার রাউন্ড গুলি, চারটি হাঁসুয়া, একটি চাকু, একটি গ্যাস সিলিন্ডার, অক্সিজেন ও গ্যাসসহ কাটার সরঞ্জাম, লোহার পাইপ, পাঁচটি রশি এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তারকৃতরা একটি কুখ্যাত আন্ত জেলা ডাকাত চক্রের সদস্য। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।