
বগুড়ার সোনাতলা উপজেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৬ মে ২ জন, ৭ মে ৬ জন, ৮ মে ৫ জন, ৯ মে ৭ জন, ১০ মে ১০ জন, ১১ মে ২ জন এবং ১২ মে ৪ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
রোববার (১২ মে) সাঘাটা উপজেলার বাজিতনগর গ্রামের ফিরোজ মিয়ার ছয় মাস বয়সী কন্যা শিশুটিও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ফিরোজ মিয়া জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিছু ওষুধ বিনামূল্যে পেয়েছি, আবার কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের এক দায়িত্বপ্রাপ্ত স্টাফ নার্স জানান, যেটুকু কলেরা স্যালাইন বরাদ্দ ছিল, তা ১১ মে শেষ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ বলেন, ডায়রিয়া পরিস্থিতি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন করে কলেরা স্যালাইন সরবরাহ আসবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, ডায়রিয়া প্রতিরোধে নিরাপদ পানি ও খাদ্য গ্রহণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।