
আব্দুর রাজ্জাক, বগুড়া থেকেঃ বগুড়ায় আলু বোঝাই পিকআপে মিললো ২৫ কেজি গাঁজা। বগুড়ায় র্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ মোঃ দুলাল ইসলাম নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যক্তি, লালমনিরহাট জেলা ও থানার কুলাহাট (বারোহাত কালিরপাট) এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে দুলাল ইসলাম (৩৮)।

র্যাব-১২, বগুড়া ক্যাম্পের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি দল ২ নভেম্বর মঙ্গলবার দুপুরে বগুড়ার মাটিডালি বিমান মোড়ে রাস্তায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে দুলাল ইসলামকে ২৫ কেজি গাঁজা, ১ টি পিকআপ ও ১৮ বস্তা আলুসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।