বগুড়ায় এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর থেকে আব্দুল গফুর (৫২) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শেরপুর শহরের উলিপুরস্থ তার ভাড়া বাসা ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আব্দুল গফুর রংপুরের পীরগঞ্জ উপজেলার মাহদীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আব্দুর গফুরের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।