বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেনা বাহিনীর প্রাক্তন এক সদস্য নিহত

বগুড়া প্রতিনিধি : বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কলোনির করতোয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাহান বাক্স (৭০)।

স্থানীয়রা জানান, জাহান বক্স ঢাকা থেকে ফিরে রিকশাযোগে শহরের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত গতিরোধ করে তার কাছে থাকা মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহান বক্সকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন রাইজিংবিডিকে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় তদন্ত চলছে।