বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় ট্রাক ও সিএনজির অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে চারজন আহত হয়েছে।
ঢাকা- বগুড়া মহসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার কলেজ রোড এলাকার বাসিন্দা অটোরিকশা চালক আবুল কালাম আজাদ (২৫), অটোরিকশার যাত্রী শরিফুন্নেছা এবং সাইফুল ইসলাম। শরিফুন্নেছার বাড়ি বগুড়া সদরের পন্ডিতপুকুর এলাকায়। সাইফুল ইসলামের শেরপুর উপজেলার গাড়িদাহে।
পুলিশ জানান, শেরপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে বগুড়ার দিকে রওনা দেয় অটোরিকশাটি। ঘটনাস্থলে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচযাত্রী গুরুতর আহত হয়। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা ভ্যান চালকও আহত হয়।
আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যায়।
মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এসআই শাহ আলম তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।