বগুড়ায় নব্য জেএমবি বন্দুকযুদ্ধে নিহত

বন্দুকযুদ্ধ

বগুড়া প্রতিনিধি : বগুড়ায়  নব্য জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) উত্তরবঙ্গের সামরিক প্রধান আমিজুল ওরফে আমিন ওরফে রনি (২৩) পুলিশের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৩টার দিকে শেরপুর উপজেলার ভবানিপুরের জামনগর ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী খবরের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা আমিজুলের তথ্যমতে ঘটনাস্থলে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় আমিজুল পালাতে গেলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশের দাবি, আমিজুল রাজশাহীর গোদাগাড়ীতে অভিযানকালে বগুড়ার দুই গোয়েন্দা পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত।