বগুড়ায় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকে ছুরিকাঘাত করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি : শুক্রবার সকাল ৭টায় জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- হাসান, জীবন, রাসেল এবং মিলু। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ছুরিকাহত কর্মকর্তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কৈগাড়ী এলাকায় একদল সন্ত্রাসী ওই কর্মকর্তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।