বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাঁচপীরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় দুই ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন দুপচাঁচিয়া এলাকার দুলাল এবং নন্দীগ্রামের ইব্রাহিম। তাদের বিরুদ্ধে বগুড়া, সিরাজগঞ্জের বিভিন্ন থানায় এক ডজনের বেশি ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-ই-আলম সিদ্দিকি জানান, রাতে উপজেলার পাঁচপীরতলা এলাকায় ৫-৬ জন ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুলাল ও ইব্রাহিম নামের দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদের বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকাল ৬টার দিকে তারা মারা যান।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ সময় মোজাম ও ইয়াকুব নামে দুই ডাকাতকে আটক করা হয়।