
বগুড়ায় অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের বয়স আনুমানিক ৫০ বছর। লাশ গলে বিকৃত হওয়ায় তাৎক্ষণিক লাশের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনীর বেলোহালি গ্রামের একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার এসআই সুজাউদ্দৌল্লা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে চৌমুহনীর বেলোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরে গন্ধযুক্ত ভাসমান বস্তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বস্তা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। নিহতের পরনে কালো চেকের ফুল শার্ট রয়েছে।
তিনি আরও জানান, বস্তার ধরণ দেখে মনে হচ্ছে, আজই মরদেহ বস্তাবন্দী করে পুকুরে ফেলা হয়েছে। তবে তার মৃত্যু দুই-তিন আগে হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এছাড়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।