
বগুড়ায় বিষাক্ত মদপানে নিহতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেনঃ-১. পারুল হোমিও হলের স্বত্বাধিকারী নুর নবী,
২.মুন হোমিও হলের ডা. আব্দুল খালেক
৩. করতোয়া হোমিও হলের শহীদুল ইসলাম এবং
৪.হাসান হোমিও হলের জুয়েল হাসান।
এদিকে মদপানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) বগুড়া সদর থানায় এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া জানান, রেকটিফায়েড স্পিরিটের সঙ্গে মিথানল মেশানোর ফলে বিষক্রিয়ায় এমন ট্র্যাজিডি হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। অল্প সময়ের মধ্যে আরও আসামি গ্রেফতার করা হবে।